Durgapur News : বাজারে বেশি দামে বিকোচ্ছে তরমুজ, পকেট পুড়লেও কেন 'না' নেই ক্রেতাদের
- Published by:Ankita Tripathi
Last Updated:
গরমের সময় এই ঠান্ডা ফল খেতে যেমন সুস্বাদু লাগে, তেমনভাবে এই ফল শরীরকেও ঠান্ডা রাখে। শরীরকে ডিহাইড্রেট হওয়া থেকে রক্ষা করে তরমুজ।
পশ্চিম বর্ধমান : গরমের মরশুমে যে সমস্ত ফলগুলি পাওয়া যায়, তার মধ্যে অন্যতম জনপ্রিয় তরমুজ। এই তরমুজের স্বাস্থ্য গুণ অনেক। গরমের সময় এই ঠান্ডা ফল খেতে যেমন সুস্বাদু লাগে, তেমনভাবে এই ফল শরীরকেও ঠান্ডা রাখে। শরীরকে ডিহাইড্রেট হওয়া থেকে রক্ষা করে তরমুজ। স্বাভাবিকভাবেই গরম পড়ার আগে থেকেই শহর দুর্গাপুরের ছোট বড় বিভিন্ন ফলের বাজারে দেখা পাওয়া যাচ্ছে তরমুজের। যদিও দাম কিছুটা বেশি। তবে বিরক্ত নেই ক্রেতাদের। বেশি দামেই তরমুজ কিনছেন ক্রেতারা।
বিক্রেতারা বলছেন, ছোট ছোট দোকানগুলি থেকেও গড়ে প্রতিদিন ১৫ - ১৬ কেজি তরমুজ বিক্রি হচ্ছে। বড় দোকানগুলিতে সেই মাত্রা পৌঁছচ্ছে ৫০ - ৬০ কেজিতে। দুর্গাপুরের পাইকারি বাজার থেকে তরমুজ নিয়ে আসছেন ফল বিক্রেতারা। তারপর তরমুজ পৌঁছে যাচ্ছে ক্রেতাদের ঘরে ঘরে। মোটামুটি ভাবে শহরের বাজারে গড়ে ২৫ টাকা কেজি দরে তরমুজ বিক্রি হচ্ছে। কিন্তু বিক্রেতাদের আশা, আরও কিছুটা সময় বাড়লে বাজারে তরমুজের যোগান বাড়বে। তখন দাম কমবে বলে আশা করছেন তারা।
advertisement
আরও পড়ুন: চুরি গিয়েছিল কুড়ি লক্ষ টাকা সমেত আস্ত ট্রাক, ধরা পড়ল এই ছোট্ট জিনিসটির জন্য! অদ্ভুত কাণ্ড
advertisement
প্রসঙ্গত, তরমুজের স্বাস্থ্যগুণ সম্পর্কে বেশিরভাগ মানুষই ওয়াকিবহাল। গ্রীষ্মকালে তরমুজ খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা কারণ এই ফলে রয়েছে প্রচুর পরিমাণ জল। স্বাভাবিকভাবেই শরীরে জলের চাহিদা পূরণ করতে সহায়তা করে তরমুজ। গরমের সময় ডিহাইড্রেশন থেকে রক্ষা করতে পারে এই ফল। তা ছাড়াও আরও নানা গুণে সমৃদ্ধ এই ফল। যে কারণে তাপমাত্রার পারদ যখন থেকে বাড়তে শুরু করেছে, তখন থেকেই বাজারে চাহিদাও বাড়ছে তরমুজের। কিছুদিন পর তরমুজের বিক্রি আরও বাড়বে বলে আশা করছেন বিক্রেতারা। একই সঙ্গে ক্রেতাদের জন্য সুখবর শুনিয়ে তারা বলছেন যে, বাজারে তরমুজের যোগানও বাড়বে কিছুদিন মধ্যে। ফলে দাম কমবে তরমুজের।
advertisement
Nayan Ghosh
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Mar 25, 2023 4:23 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Durgapur News : বাজারে বেশি দামে বিকোচ্ছে তরমুজ, পকেট পুড়লেও কেন 'না' নেই ক্রেতাদের






