হোম /খবর /পশ্চিম বর্ধমান /
গ্রামীণ বিদ্যুৎ দফতরে কয়েকশো শূন্যপদে চাকরির বিরাট সুযোগ! জেনে নিন

West Burdwan News: গ্রামীণ বিদ্যুৎ দফতরে কয়েকশো শূন্যপদে চাকরির বিরাট সুযোগ! জেনে নিন

গ্রামীণ বিদ্যুৎ দফতরে কয়েকশো শূন্যপদে চাকরির বিরাট সুযোগ

গ্রামীণ বিদ্যুৎ দফতরে কয়েকশো শূন্যপদে চাকরির বিরাট সুযোগ

গ্রামীণ বিদ্যুৎ দফতর বা রুরাল ইলেক্ট্রিফিকেশন কর্পোরেশন লিমিটেডের একগুচ্ছ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মহারাষ্ট্রের এই সংস্থায় নিয়োগ করা হবে কয়েকশো প্রার্থীকে।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

পশ্চিম বর্ধমান : গ্রামীণ বিদ্যুৎ দফতর বা রুরাল ইলেক্ট্রিফিকেশন কর্পোরেশন লিমিটেডের একগুচ্ছ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মহারাষ্ট্রের এই সংস্থায় নিয়োগ করা হবে কয়েকশো প্রার্থীকে। দেশের যে কোনও প্রান্ত থেকে করা যাবে আবেদন। সুযোগ হাতছাড়া হওয়ার আগে জেনে নিন বিস্তারিত।

ইঞ্জিনিয়ারিং যোগ্যতায় নিয়োগ করা হবে -

পদের নাম:  জেনারেল ম্যানেজার, ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং অফিসার পদে।

শূন্যপদের সংখ্যা: মোট শূন্য পদ রয়েছে ৬৩ টি।

যোগ্যতা: এক্ষেত্রে ইঞ্জিনিয়ারিয়ে বিটেক ডিগ্রী থাকতে হবে। পাশাপাশি থাকতে হবে কাজের অভিজ্ঞতা।

বয়স: ৩৩ থেকে ৫২ বছর বয়সীরা এই সমস্ত পদগুলির জন্য আবেদন করতে পারবেন।

বেতন: এই পদে যাদের নিয়োগ করা হবে, তাদের ৬৩ হাজার থেকে ২ লাখ ৮০ হাজার টাকা পর্যন্ত মাসিক বেতন দেওয়া হবে।

আরও পড়ুন- সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেডে চাকরির বিরাট সুযোগ! জেনে নিন

ফিন্যান্স এবং একাউন্ট সেকশনে নিয়োগ করা হবে -

পদের নাম: ডেপুটি ম্যানেজার, ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং অফিসার পদে।

শূন্যপদের সংখ্যা: এক্ষেত্রে মোট শূন্য পদ রয়েছে ৪০ টি।

যোগ্যতা: ন্যূনতম যোগ্যতা থাকতে হবে চার্টার্ড একাউন্টেন্সি অথবা কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টান্সি বিষয়ে।

বয়স: এই পদগুলির জন্য কর্মপ্রার্থীদের বয়সসীমা ঠিক করা হয়েছে ৩৫ থেকে ৪৮ বছর পর্যন্ত।

বেতন: মাসিক বেতন দেওয়া হবে ৬০ হাজার থেকে ২ লক্ষ ৬০ হাজার পর্যন্ত।

আরও পড়ুন- ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেডে বিভিন্ন ম্যানেজেরিয়াল পদে চাকরির দারুণ সুযোগ! জেনে নিন

ইনফরমেশন টেকনোলজি বিভাগে নিয়োগ করা হবে -

 পদের নাম: ডেপুটি ম্যানেজার, ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং অফিসার পদে নিয়োগ করা হবে।

শূন্যপদের সংখ্যা: এই বিভাগের শূন্য পদ রয়েছে মোট ১৩ টি।

যোগ্যতা: এক্ষেত্রে কর্ম প্রার্থীদের কম্পিউটার সাইন্স বা ইনফরমেশন টেকনোলজিতে বিএসসি বা বিটেক ডিগ্রি থাকতে হবে।

বয়স: কর্মপ্রার্থীদের বয়স সীমা ঠিক করা হয়েছে ৩৫ থেকে ৪৮ বছর পর্যন্ত।

বেতন:  মাসিক বেতন দেওয়া হবে ৫০ হাজার থেকে ২ লাখ ২০ হাজার পর্যন্ত।

সংস্থার সেক্রেটারিয়াট বিভাগে নিয়োগ করা হবে -

 পদের নাম: নিয়োগ করা হবে চিফ ম্যানেজার এবং অফিসার।

শূন্যপদের সংখ্যা: দুটি পদে একটি একটি করে মোট দুজনকে নিয়োগ করা হবে।

যোগ্যতা: এক্ষেত্রে যোগ্যতা হিসেবে অবশ্যই স্নাতক হতে হবে। একইসঙ্গে ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিয়েট অফ ইন্ডিয়ার মেম্বারশিপ থাকতে হবে। থাকতে হবে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা।

বয়স: বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৩৩ থেকে ৪৫ বছর পর্যন্ত।

বেতন: দুটি পদের জন্য ৫০ হাজার থেকে ২ লাখ ৪০ হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

সংস্থার আইন বিভাগে নিয়োগ করা হবে -

 পদের নাম: ম্যানেজার এবং অফিসার পদে নিয়োগ করা হবে।

শূন্যপদের সংখ্যা: এক্ষেত্রেও দুটি শূন্য পদ রয়েছে।

বয়স: বয়স সীমা হতে হবে ৩৩ থেকে ৪৫ এর মধ্যে।

যোগ্যতা: একই সঙ্গে আইনে স্নাতক হতে হবে। সঙ্গে প্র্যাকটিসের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: এ দুটি পদের জন্য মাসে ৫০ হাজার থেকে ২ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতিঅনলাইনের মাধ্যমে করতে হবে আবেদন। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ক্যারিয়ার অপশনে যেতে হবে। সেখান থেকে নিজের যোগ্যতা অনুযায়ী পদে আবেদন করতে হবে। আবেদন পত্র অনলাইনে ফিলাপ করার পাশাপাশি নিজের ছবি, স্বাক্ষর এবং যোগ্যতার নথিগুলি আপলোড করতে হবে।

সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট - https://recl.co.in

অফিশিয়াল বিজ্ঞপ্তি - https://drive.google.com/file/d/12W3spcv7FHAMGHrYHzJEBmIyQXazb22V/view?usp=drivesdk

অনলাইন আবেদনের লিংক - https://recl.co.in/recljobs/login.php?NOT-LOGGED-IN

আবেদনের সময়সীমা১৫/৪/২০২৩ এর সকাল ১১ টা পর্যন্ত করা যাবে আবেদন।

আবেদন মূল্যঅসংরক্ষিত শ্রেণীর কর্ম প্রার্থীদের হাজার টাকা করে আবেদন মূল্য দিতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর জন্য কোনও আবেদন মূল্য ধার্য করা হয়নি।

নিয়োগ প্রক্রিয়াএখানে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। লিখ পরীক্ষায় থাকবে ৮৫ শতাংশ নম্বর। ইন্টারভিউয়ে থাকবে ১৫ শতাংশ নম্বর। দুই টেস্টের ভিত্তিতে তৈরি করা হবে মেরিট লিস্ট। সেই লিস্ট হিসেবে করা হবে নিয়োগ।

 Nayan Ghosh

Published by:Sayani Rana
First published:

Tags: Engineering, Job, West burdwan, West Burdwan News