West Burdwan News :চুরি গিয়েছিল কুড়ি লক্ষ টাকা সমেত আস্ত ট্রাক, ধরা পড়ল এই ছোট্ট জিনিসটির জন্য! অদ্ভুত কাণ্ড
- Published by:Ankita Tripathi
Last Updated:
চুরি গিয়েছিল ট্রাক। ট্রাকে ছিল প্রায় ১৫ লক্ষ টাকার রড। সবমিলিয়ে প্রায় ২০ লক্ষ টাকার জিনিস নিয়ে চম্পট দিয়েছিল দুষ্কৃতী
পশ্চিম বর্ধমান : চুরি গিয়েছিল ট্রাক। ট্রাকে ছিল প্রায় ১৫ লক্ষ টাকার রড। সবমিলিয়ে প্রায় ২০ লক্ষ টাকার জিনিস নিয়ে চম্পট দিয়েছিল দুষ্কৃতী। কিন্তু গাড়িতে থাকা ছোট্ট একটা ডিভাইস। যার সাহায্যে বেঁচে গেল প্রায় কুড়ি লক্ষ টাকা, উদ্ধার করা গেল হাইজ্যাক হওয়া লরিটি। পাশাপাশি উদ্ধার হয়েছে লরিতে থাকা ১৫ লক্ষ টাকার রড। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ রিমান্ডে দেওয়া হয়েছে একজনকে। তবে তাকে জেরা করার জন্য পুলিশকে ব্যবহার করতে হচ্ছে দোভাষী।
জানা গিয়েছে, কয়েকদিন আগে জামুড়িয়া থানা এলাকা থেকে একটি রড বোঝাই লরি চুরি হয়ে যায়। লরিতে ১৫ লক্ষ টাকার রড ছিল। কিন্তু সঠিক গন্তব্যে লরিটি না পৌঁছে, তা নিয়ে চলে যাওয়া হয়েছিল অন্য জায়গায়। মুর্শিদাবাদের সাগরদিঘী থানা এলাকায় বিক্রি করা হয়েছিল ওই ১৫ লক্ষ টাকার রড। তারপর চুরি যাওয়া লরিটি নিয়ে চলে যাওয়া হয়েছিল ভিন রাজ্যে। তবে পুলিশের তৎপরতায় চুরি যাওয়ার রড এবং লরিটি উদ্ধার করা সম্ভব হয়েছে। জামুরিয়া এবং কেন্দা থানার পুলিশের উদ্যোগে উদ্ধার করা হয়েছে এই কনসাইটেলমেন্ট। একই সঙ্গে এক অভিযুক্তকে নেওয়া হয়েছে পুলিশ রিমান্ডে।
advertisement
advertisement
তবে অভিযুক্ত আসামি দক্ষিণ ভারতীয়। তিনি বাংলা, হিন্দি, ইংরেজি কোনও ভাষা জানেন না। স্বাভাবিকভাবে তাকে জেরা করতে গিয়ে পুলিশ আধিকারিকদের সমস্যায় পড়তে হচ্ছিল। সেজন্য তার কাছ থেকে তথ্য পেতে পুলিশ দোভাষী ব্যবহার করছে বলে জানা গিয়েছে।
advertisement
অন্যদিকে গাড়িতে থাকা জিপিএস ডিভাইসটির জন্য লরিটি ট্র্যাক করা সম্ভব হয়েছে সহজে। যে কারণে সহজে উদ্ধার হয়েছে চুরি যাওয়া জিনিসপত্র এবং লরিটি। পুলিশের উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন লরির মালিক। একই সঙ্গে ধন্যবাদ জানিয়েছেন বর্তমান তথ্যপ্রযুক্তিকেও।
Nayan Ghosh
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Mar 25, 2023 3:37 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Burdwan News :চুরি গিয়েছিল কুড়ি লক্ষ টাকা সমেত আস্ত ট্রাক, ধরা পড়ল এই ছোট্ট জিনিসটির জন্য! অদ্ভুত কাণ্ড








