West Bengal Panchayat Election 2023 Voting (পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের 2023) LIVE Updates
উল্লেখ্য, সালানপুর ব্লকের ডিসিআরসি সেন্টার করা হয়েছে আছড়া যোগেশ্বর ইনস্টিটিউশনে। সেখান থেকে স্থানীয় যে সমস্ত বুথগুলি রয়েছে, সেই বুথ গুলির উদ্দেশে রওনা দেন ভোট কর্মীরা।
advertisement
বহু সংখ্যক ভোট কর্মী শুক্রবার সকাল থেকেই ডিসিআরসি সেন্টারে হাজির হন। সেখান বিভিন্ন কাউন্টার থেকে তাঁরা ভোট সামগ্রী অর্থাৎ, ভোটের কিট সংগ্রহ করেন। তারপর নির্ধারিত বাসে করে তাঁরা রওনা দেন নিজের নিজের বুথগুলির উদ্দেশে।
সেই কারণে ওই জায়গায় সুষ্ঠু ব্যবস্থাপনা থাকা অত্যন্ত প্রয়োজন। তাই সেখানে ভোট কর্মীদের সুবিধার্থে সব রকম ব্যবস্থা করা হয়েছে কি না, তা খতিয়ে দেখেছেন কুলটির এসিপি।
advertisement
Nayan Ghosh
Location :
West Bengal
First Published :
July 07, 2023 7:30 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
WB Panchayat Election 2023: রাত পোহালেই ভোট! ডিসিআরসি সেন্টারের ব্যবস্থাপনা খতিয়ে দেখলেন পুলিশকর্তা





