মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, গ্রামের শেষ প্রান্তে একটি জলাশয় রয়েছে সেই জলাশয় টি দীর্ঘদিন ধরে সংস্কারের কাজ আটকে ছিল। এদিন থেকে ওই জলাশয় সংস্কারের কাজ শুরু করা হল।
আরও পড়ুন: হাত তুলে নিল রাজ্য পুলিশ, অনুব্রতকে দিল্লি নেওয়ার ক্ষেত্রে নতুন জটিলতা! 'শেষরক্ষা' হবে কি?
তিনি আরও জানিয়েছেন, কৃষকদের জন্য জল সংরক্ষণ করে, পরে তা যাতে কৃষকদের চাষের কাজে লাগে, সেই কারণেই পুরনো ওই জলাশয় টিকে সংস্কার করা হচ্ছে। যাতে আরও বেশি পরিমাণে জল ধরে রাখা যায়। তারই কাজের সূচনা করা হল।
advertisement
আরও পড়ুন: শুধু হলুদের উপর কালো দিয়েই কেন লেখা হয় রেলস্টেশনের নাম? শুনলে আলবাৎ অবাক হবেন
প্রসঙ্গত, কাঁকসা ব্লকে মোট ১০ টি জলাধার বা জলাশয় সংস্কার করা হয়েছে। একদিকে যেমন এই জলাশয় থেকে কৃষকরা চাষের জন্য জল পাবেন, অপরদিকে উদ্যোগী ব্যক্তিরা যারা মাছ চাষ করতে চান, সেই সমস্ত জলাশয়ে মাছ চাষের জন্য বিকল্প ব্যবস্থাও করা হয়েছে।
----Nayan Ghosh