TRENDING:

West Bengal News: গ্রামে গিয়ে পঞ্চায়েত মন্ত্রী যা শুরু করলেন, অবাক আমজনতা! জানতেনই না প্রধান

Last Updated:

West Bengal News: মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, গ্রামের শেষ প্রান্তে একটি জলাশয় রয়েছে সেই জলাশয় টি দীর্ঘদিন ধরে সংস্কারের কাজ আটকে ছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাঁকসা, পশ্চিম বর্ধমান : দীর্ঘদিন ধরে আটকে থাকা জলাশয় সংস্কারের কাজের সূচনা করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। এদিন দুপুরে কাঁকসার আমলা জোড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আনন্দপুর গ্রামের কৃষকদের চাষের কাজের সুবিধার্থে জলাশয় সংস্কারের কাজের সূচনা করেন পঞ্চায়েত মন্ত্রী। এছাড়াও ছিলেন কাঁকসার বিডিও পর্ণা দে, কাঁকসার আমলা জোড়া গ্রাম পঞ্চায়েতের সদস্যরা এবং এলাকার বিশিষ্টজনেরা।
advertisement

মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, গ্রামের শেষ প্রান্তে একটি জলাশয় রয়েছে সেই জলাশয় টি দীর্ঘদিন ধরে সংস্কারের কাজ আটকে ছিল। এদিন থেকে ওই জলাশয় সংস্কারের কাজ শুরু করা হল।

আরও পড়ুন: হাত তুলে নিল রাজ্য পুলিশ, অনুব্রতকে দিল্লি নেওয়ার ক্ষেত্রে নতুন জটিলতা! 'শেষরক্ষা' হবে কি?

তিনি আরও জানিয়েছেন, কৃষকদের জন্য জল সংরক্ষণ করে, পরে তা যাতে কৃষকদের চাষের কাজে লাগে, সেই কারণেই পুরনো ওই জলাশয় টিকে সংস্কার করা হচ্ছে। যাতে আরও বেশি পরিমাণে জল ধরে রাখা যায়। তারই কাজের সূচনা করা হল।

advertisement

View More

আরও পড়ুন: শুধু হলুদের উপর কালো দিয়েই কেন লেখা হয় রেলস্টেশনের নাম? শুনলে আলবাৎ অবাক হবেন

প্রসঙ্গত, কাঁকসা ব্লকে মোট ১০ টি জলাধার বা জলাশয় সংস্কার করা হয়েছে। একদিকে যেমন এই জলাশয় থেকে কৃষকরা চাষের জন্য জল পাবেন, অপরদিকে উদ্যোগী ব্যক্তিরা যারা মাছ চাষ করতে চান, সেই সমস্ত জলাশয়ে মাছ চাষের জন্য বিকল্প ব্যবস্থাও করা হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

----Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bengal News: গ্রামে গিয়ে পঞ্চায়েত মন্ত্রী যা শুরু করলেন, অবাক আমজনতা! জানতেনই না প্রধান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল