Anubrata Mondal: হাত তুলে নিল রাজ্য পুলিশ, অনুব্রতকে দিল্লি নেওয়ার ক্ষেত্রে নতুন জটিলতা! 'শেষরক্ষা' হবে কি?

Last Updated:

Anubrata Mondal: দ্বিতীয়বার প্রশ্নের পরও ঠিক উত্তর পায়নি ইডি। সেই কারণে তৃতীয়বার ফের আসানসোল জেল কর্তৃপক্ষকে রিমেন্ডার দিল জানতে চায় ইডি।

রেহাই নেই অনুব্রতর
রেহাই নেই অনুব্রতর
কলকাতা: অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়া নিয়ে টালবাহানা! আসানসোল জেল কর্তৃপক্ষকে তৃতীয়বার রিমেন্ডার পাঠাল ইডি। শনিবার আদালতের রায় হওয়ার পর রায়ের কপি সহ অনুব্রতকে হস্তান্তরের বিষয়ের যে প্রক্রিয়া, সেটা করার জন্য জানানো হয়। কিন্তু গতকাল থেকে কোন আপডেট দেওয়া হয়নি ইডিকে। তাই আজ সকালে ফের জানতে চাওয়া হয় কীভাবে অনুব্রতকে নিয়ে আসা হবে।
দ্বিতীয়বার প্রশ্নের পরও ঠিক উত্তর পায়নি ইডি। সেই কারণে তৃতীয়বার ফের আসানসোল জেল কর্তৃপক্ষকে রিমেন্ডার দিল জানতে চায় ইডি। জানতে চাওয়া হয়, জেল কর্তৃপক্ষের অনুব্রতকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা আছে কিনা? সূত্রের খবর, জেল কর্তৃপক্ষ ইডিকে জানিয়েছে তারা অনুব্রতকে নিয়ে যাওয়ার জন্য নিরাপত্তা চেয়ে পুলিশকে রিকুইজিশন পাঠিয়েছেন।
advertisement
advertisement
এরপরই জেল কর্তৃপক্ষের তরফে ইডি-কে জানানো হয়, রাজ্য পুলিশ কার্যত হাত তুলে নিয়ে মেইল করে জেল কর্তৃপক্ষকে জানিয়েছে, আসানসোল কমিশনারেট কেন্দ্রীয় সরকারের হাসপাতালে অনুব্রতকে নিয়ে যেতে পারবে না। এরপরই জেল কর্তৃপক্ষ ইডি-কে জানিয়েছে, ''আপনারা চাইলে সব শর্ত মেনে নিয়ে যেতে পারেন, যেহেতু রাজ্য পুলিশ নিতে পারবে না বলে জানিয়ে দিয়েছে।''
advertisement
তবে, জটিলতা যাই হোক, দিল্লি যেতেই হচ্ছে অনুব্রত মণ্ডলকে৷ দিল্লি যাত্রা আটকাতে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন তৃণমূল কংগ্রেস নেতা৷ কিন্তু সেই আবেদনে সাড়া দেয়নি কলকাতা হাইকোর্ট৷ বরং মামলা সংক্রান্ত তথ্য লুকোনো এবং আদালতের সময় অপচয়ের জন্য অনুব্রত মণ্ডলকে ১ লক্ষ টাকা জরিমানা করেছেন বিচারপতি বিবেক চৌধুরী৷
advertisement
শুক্রবারই দিল্লি হাইকোর্টও জানিয়ে দিয়েছিল অনুব্রত মণ্ডলকে ইডি দিল্লি নিয়ে যেতে চাইলে তারা কোনও হস্তক্ষেপ করবে না৷ শনিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরীও আসানসোলের বিশেষ সিবিআই আদালতের নির্দেশই বহাল রাখলেন৷ হাইকোর্টে সওয়াল করতে গিয়ে অনুব্রত মণ্ডলের আইনজীবীরা বার বারই অনুব্রত মণ্ডলের শারীরিক সমস্যার কথা তুলে ধরেন৷ বিশেষত তার ফিশচুলার সমস্যার কথা আদালতে জানানো হয়৷ অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়া হবে না বলে ইডি-র মৌখিক আশ্বাসের কথাও বিচারপতিকে জানান তৃণমূল নেতার আইনজীবীরা৷
advertisement
যদিও এই সমস্ত যুক্তিতেও দিল্লি যাত্রা আটকানো যায়নি৷ ইডি-র আইনজীবী পাল্টা জানান, প্রয়োজনে তারা অনুব্রত মণ্ডলকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে দিল্লি নিয়ে গিয়ে এইমস-এ সেরা চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করবেন৷ দু পক্ষের সওয়াল জবাব শুনে বিচারপতি চৌধুরী নির্দেশ দেন, কলকাতার কোনও কেন্দ্রীয় সরকারি হাসপাতালে অনুব্রতর স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে অনুব্রতর৷ সেখানকার চিকিৎসকরা সবুজ সংকেত দিলেই তাঁকে দিল্লি নিয়ে যেতে পারবে ইডি৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Anubrata Mondal: হাত তুলে নিল রাজ্য পুলিশ, অনুব্রতকে দিল্লি নেওয়ার ক্ষেত্রে নতুন জটিলতা! 'শেষরক্ষা' হবে কি?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement