PK Team in West Bengal: অনুব্রতর জেলায় পিকে-র টিমের কর্মীরা, গাড়িতে এমন কাণ্ড ঘটালেন, তুঙ্গে উঠল বিতর্ক

Last Updated:

PK Team in West Bengal: তৃণমূলের বৈঠকে মুরারয়ে অশোকস্তম্ভ লাগানো গাড়িতে চড়ে এলেন পিকের টিমের কর্মীরা। 

+
তুঙ্গে

তুঙ্গে উঠল বিতর্ক

বীরভূম: তৃণমূলের বৈঠকে অশোকস্তম্ভ লাগানো গাড়িতে চড়ে এলেন প্রশান্ত কিশোরের টিমের কর্মীরা। সংবাদমাধ্যমের সামনে পড়ে প্রশ্নের মুখে মুখ ঢাকলেন পিকে টিমের এক কর্মী। সাংবাদিকদের সামনে পড়ে গাড়িতে না উঠে ছুটে ঢুকলেন তৃণমূলের দলীয় কার্যালয়ে। শনিবার এমনই ছবি ধরা পড়েছে বীরভূমের মুরারইয়ে। শনিবার বিকেলে মুরারই দলীয় কার্যালয়ে দলীয় নেতাদের নিয়ে বৈঠকে বসেছিলেন পিকে টিমের কর্মীরা। বৈঠকে যোগ দিতে সবুজ রঙের গাড়িতে আসেন পিকে টিমের কর্মীরা।
গাড়ির সামনে লালকালিতে লেখা ছিল, "অন ডিউটি। গর্ভর্মেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল"। সেই বোর্ডে অশোক স্তম্ভেরও অবমাননা করা হয়েছে বলে অভিযোগ। নিয়ম রয়েছে অশোকস্তম্ভ সবার উর্ধ্বে থাকবে কিন্তু এক্ষেত্রে অশোকস্তম্ভের মাথায় লেখা হয়েছে "অন ডিউটি"। অশোকস্তম্ভের নীচে নেই "সত্য মেব জয়তে"। সভা শেষে পিকের টিমের এক কর্মীকে প্রশ্ন করা হলে তিনি ছুটে দলীয় কার্যালয়ে ঢুকে পড়েন।
advertisement
advertisement
পিকের টিমের গাড়ির চালক সুশান্ত দাস বলেন, "আমি দিন তিনেক ধরে গাড়ি চালাচ্ছি। পিকের লোক গাড়িতে যাতায়াত করে। কেন সরকারি বোর্ড লাগিয়েছেন বলতে পারব না"।এই বিষয়টি সামনে আসতেই বিতর্ক শুরু হয় বীরভূম জেলা জুড়ে।
advertisement
বীরভূম সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি ধ্রুব সাহা এই এই বিষয় নিয়ে বলেন, বিগত বিধানসভার নির্বাচনেও পিকে টিমের সদস্যরা সরকারি ক্ষমতা ব্যবহার করে ভোট লুট করেছে। আজকের মুরারইয়ের ঘটনায় রাজ্য সরকারকে হলফনামা দিয়ে জবাবদিহি করতে হবে, নইলে আগামী দিনে আমরা হাইকোর্টের দ্বারস্থ হব।''
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
PK Team in West Bengal: অনুব্রতর জেলায় পিকে-র টিমের কর্মীরা, গাড়িতে এমন কাণ্ড ঘটালেন, তুঙ্গে উঠল বিতর্ক
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement