Local Train Cancelled: দোলে শিয়ালদহ-হাওড়া শাখায় ২৩৩টি লোকাল ট্রেন বাতিল, যাত্রীরা অবশ্যই জানুন
- Published by:Raima Chakraborty
Last Updated:
Local Train Cancelled: মঙ্গলবার প্রচুর লোকাল ট্রেন বাতিল হচ্ছে। যে ট্রেনগুলি বাতিল করা হচ্ছে, তার বেশিরভাগই সকালের দিকের ট্রেন।
কলকাতা: দোরগোড়ায় বসন্ত উৎসব। মঙ্গলবার দোল, বুধবার দেশজুড়ে হোলি। রঙের উৎসবে মেতে উঠবে সকলেই। তবে দোলের কারণে শিয়ালদহ-হাওড়া শাখায় বহু ট্রেন বাতিল করা হয়েছে। হাওড়া ডিভিশনের লোকাল ট্রেন চলবে রবিবারের টাইম-টেবিল অনুযায়ী। আর শিয়ালদহ ডিভিশনে বাতিল করা হয়েছে মোট ২৩৩টি লোকাল ট্রেন। ফলে না জানলে বড় সমস্যায় পড়বেন যাত্রীরা।
ডানকুনি শাখাতেও ১৬টি ট্রেন বাতিল করা হয়েছে। শিয়ালদহ দক্ষিণ শাখাতেও বাতিল থাকছে ৬২টি লোকাল ট্রেন। সব মিলিয়ে মঙ্গলবার প্রচুর লোকাল ট্রেন বাতিল হচ্ছে। যে ট্রেনগুলি বাতিল করা হচ্ছে, তার বেশিরভাগই সকালের দিকের ট্রেন। রেল সূত্রে খবর, শিয়ালদহ মেইন শাখায় আপ-ডাউন মিলিয়ে ১০৫টি ট্রেন বাতিল থাকছে। শিয়ালদহ বনগাঁ শাখায় বাতিল করা হয়েছে ৩৩টি লোকাল ট্রেন।
advertisement
আরও পড়ুন: বারাসতের রাস্তায় দুপুরবেলা মহিলাকে ধাওয়া করে মারাত্মক কাণ্ড, সিসিটিভিতে ধরা পড়ল সব! দেখুন
advertisement
আরও পড়ুন: বাড়িতে ফোন করে বাবা জানাল, ছেলেকে শ্বাসরোধ করে জমিতে পুঁতে রেখেছি! উস্তিতে মারাত্মক ঘটনা
হাসনাবাদ লাইনে দোলের দিন বাতিল থাকছে ১৭টি ট্রেন। ডানকুনি শাখায় দোলের দিন বাতিল করা হচ্ছে ১৬টি লোকাল ট্রেন। ৬২টি লোকাল ট্রেন বাতিল হচ্ছে শিয়ালদহ দক্ষিণ শাখা। এদিকে কৃষ্ণনগর-লালগোলা সেকশনে রেলের কাজের জন্য ৫ তারিখ বেশ কিছু ট্রেন বাতিল করা হচ্ছে ওই লাইনে। সেই তালিকায় রয়েছে 03193 আপ কলকাতা-লালগোলা, 31771 আপ রানাঘাট-লালগোলা, 31861 আপ কৃষ্ণনগর সিটি জংশন-লালগোলা, 31819 আপ শিয়ালদহ-কৃষ্ণনগর সিটি জংশন।
advertisement
ডাউন লাইনেও 03194 লালগোলা-কলকাতা, 31772 লালগোলা-রানাঘাট, 31864 লালগোলা-কৃষ্ণনগর সিটি জংশন, 03192 লালগোলা-শিয়ালদহ এবং 31840 কৃষ্ণনগর সিটি জং-শিয়ালদহ বাতিল থাকছে। এর পাশাপাশি ৬ তারিখ আপ 03171 শিয়ালদহ-লালগোলাও বাতিল থাকছে। ট্রেনযাত্রীরা জেনে অবশ্যই সহ-যাত্রীদের জানান।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 05, 2023 1:03 PM IST