তবে সঙ্গে থাকা বন্ধুদের প্রচেষ্টায় জল থেকে কোনও রকমে বাঁশের সাহায্য নিয়ে ধ্রুবজ্যোতি দত্তকে তোলা হয়। আহত অবস্থায় সালানপুর থানার কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ধ্রুবজ্যোতি দত্তকে। তবে অনেকক্ষন কোনও খোঁজ পাওয়া যায়নি শুভঙ্কর ভাগতের।প্রায় ঘন্টা খানেক ঝর্নার জলাধারে মাইথনের নৌকা চালকরা নৌকা নিয়ে তল্লাশি করার পর উদ্ধার হয় শুভঙ্কর ভগতরে দেহ। তাঁর দেহ পুলিশ জেলা হাসপাতালে নিয়ে যায়।ঘটনা প্রসঙ্গে ওদের সঙ্গে থাকা বন্ধু সোনু রায় বলেন ‘মাইথন ঘুরতে এসে অমর ঝর্ণাতে দুজন বন্ধু স্নান করতে নামে।এবং হঠাৎ পা পিছলে দুজন জলে পড়ে যায়। একজনকে কোনক্রমে বহু প্রচেষ্টার পর উদ্ধার করতে পারি আমরা। তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাই । এখন সে ঠিক আছে।’
advertisement
আরও পড়ুনঃ ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের তৈরি অভিনব যন্ত্রের প্রদর্শনী
আরও পড়ুনঃ দলছুট দাঁতাল ঢুকে পড়েছিল লোকালয়ে, রাতভর নজরদারির পরে শেষমেশ...
তবে, প্ৰশ্ন এত বার এমন ঘটনা ঘটা সত্বেও প্রতিদিন এই ঝর্ণা প্রাঙ্গণে প্রচুর মানুষের সমাগম লেগেই রয়েছে। বিয়ের শুটিং থেকে শুরু করে পর্যটকদের দর্শনকেন্দ্র হয়ে উঠেছে মাইথনের অমর ঝর্ণা। না প্রশাসনের তরফে নো এন্ট্রি করা হয়েছে। না বারণ করা হয়ছে মাইথন ডিভিসি কর্তৃপক্ষের পক্ষ থেকে।
দীপক শর্মা