TRENDING:

West Bardhaman news : মাইথন জলাধারের ঝর্নায় তলিয়ে গেল দুই বন্ধু, মৃত এক

Last Updated:

West Bardhaman news || মাইথন জলাধারায় স্নান করতে গিয়ে দুর্ঘটনা। জলাধারের  শ্রোতে তলিয়ে গেলন দুই বন্ধু । তারমধ‍্যে মৃত‍্যু ঘটেছে একজনের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আসানসোলে: মাইথন জলাধারায় স্নান করতে গিয়ে দুর্ঘটনা। জলাধারায় পিছলে পড়ে তলিয়ে গেলন দুই বন্ধু । তারমধ‍্যে মৃত‍্যু ঘটেছে একজনের। শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। গোপালপুর থেকে ছয়জন বন্ধু মিলে শুক্রবার বিকেল সাড়ে চারটা নাগাদ মাইথনের অমর ঝর্ণা জলাধারে স্নান করতে গিয়ে জলে তলিয়ে যায় ২২ বছর বয়সী আসানসোলের গোপাল পুরের বাসিন্দা শুভঙ্কর ভাগত ও নিয়ামতপুরের বাসিন্দা ১৭ বছর বয়সী ধ্রুবজ্যোতি দত্ত।
মাইথন জলাধারের ঝর্নায় তলিয়ে গেল দুই বন্ধু, মৃত এক
মাইথন জলাধারের ঝর্নায় তলিয়ে গেল দুই বন্ধু, মৃত এক
advertisement

তবে সঙ্গে থাকা বন্ধুদের প্রচেষ্টায় জল থেকে কোনও রকমে বাঁশের সাহায্য নিয়ে ধ্রুবজ্যোতি দত্তকে তোলা হয়। আহত অবস্থায় সালানপুর থানার কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ধ্রুবজ্যোতি দত্তকে। তবে অনেকক্ষন কোনও খোঁজ পাওয়া যায়নি শুভঙ্কর ভাগতের।প্রায় ঘন্টা খানেক ঝর্নার জলাধারে মাইথনের নৌকা চালকরা নৌকা নিয়ে তল্লাশি করার পর উদ্ধার হয় শুভঙ্কর ভগতরে দেহ। তাঁর দেহ পুলিশ জেলা হাসপাতালে নিয়ে যায়।ঘটনা প্রসঙ্গে ওদের সঙ্গে থাকা বন্ধু সোনু রায় বলেন ‘মাইথন ঘুরতে এসে অমর ঝর্ণাতে দুজন বন্ধু স্নান করতে নামে।এবং হঠাৎ পা পিছলে দুজন জলে পড়ে যায়। একজনকে কোনক্রমে বহু প্রচেষ্টার পর উদ্ধার করতে পারি আমরা। তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাই । এখন সে ঠিক আছে।’

advertisement

আরও পড়ুনঃ ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের তৈরি অভিনব যন্ত্রের প্রদর্শনী

আরও পড়ুনঃ দলছুট দাঁতাল ঢুকে পড়েছিল লোকালয়ে, রাতভর নজরদারির পরে শেষমেশ...

View More

তবে, প্ৰশ্ন এত বার এমন ঘটনা ঘটা সত্বেও প্রতিদিন এই ঝর্ণা প্রাঙ্গণে প্রচুর মানুষের সমাগম লেগেই রয়েছে। বিয়ের শুটিং থেকে শুরু করে পর্যটকদের দর্শনকেন্দ্র হয়ে উঠেছে মাইথনের অমর ঝর্ণা। না প্রশাসনের তরফে নো এন্ট্রি করা হয়েছে। না বারণ করা হয়ছে মাইথন ডিভিসি কর্তৃপক্ষের পক্ষ থেকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

দীপক শর্মা

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman news : মাইথন জলাধারের ঝর্নায় তলিয়ে গেল দুই বন্ধু, মৃত এক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল