West Bardhaman News: ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের তৈরি অভিনব যন্ত্রের প্রদর্শনী

Last Updated:

ড্রোনের মত কিছু বা চিকিৎসা বিজ্ঞানের প্রয়োজনীয় সামগ্রী, আগামী দিনের নতুন আবিষ্কারের খোঁজে ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের তৈরি যন্ত্র নিয়ে শুরু প্রদর্শনী

+
title=

পশ্চিম বর্ধমান: প্রযুক্তির যুগে পড়ুয়াদের তৈরি কিছু কিছু মডেল অবাক করে দেয় গোটা দেশবাসীকে। এই মডেলগুলির কর্মদক্ষতা দেখে অবাক হয়ে যান বড় বড় প্রকৌশলীরা। আর এমন লুকনো প্রতিভাকে সকলের সামনে তুলে আনতে আসানসোলে আয়োজন করা হল ইনোভেটিভ হার্ডওয়ার মডেল মেকিং কম্পিটিশন। আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের হার্ডওয়ার ক্লাবের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই ক্লাবের সদস্য সংখ্যা হাজার জনেরও বেশি।
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিযোগিতায় প্রায় ১৩০ টি মডেল তুলে ধরেছে পড়ুয়ারা। এর মধ্যে থেকে বেশ কিছু মডেল আগামী দিনে জাতীয় স্তরে সুযোগ পাবে বলে আশা করছে কলেজ কর্তৃপক্ষ। পাশাপাশি এই মডেলগুলিকে আরও উন্নত করার চিন্তাভাবনাও আছে।
advertisement
advertisement
এই মডেল প্রতিযোগিতায় রোবটিক্স আর্মস থেকে শুরু করে বিশেষ ধরনের গাড়ি সহ নানা ইঞ্জিনিয়ারিং মডেল তুলে ধরা হয়েছে। এগুলি সঠিকভাবে কার্যকরী হলে চিকিৎসা, বিজ্ঞান, কৃষিকাজে প্রভূত উপকার হবে বলে বিশেষজ্ঞদের ধারণা।
আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ পি পি ভট্টাচার্য জানান, পড়ুয়াদের মনে নতুন নতুন চিন্তা ভাবনা থাকে। সেগুলিকে সকলের সামনে তুলে ধরার জন্য এই প্রতিযোগিতার আয়োজন। এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে পড়ুয়াদের মধ্যে আরও উৎসাহ বাড়বে। এর মাধ্যমে যুগান্তকারী কোন‌ও আবিষ্কার উঠে আসতে পারে।
advertisement
নয়ন ঘোষ
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের তৈরি অভিনব যন্ত্রের প্রদর্শনী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement