Purulia News: সঙ্গীত নাটক আকাদেমি সম্মানে ভূষিত ছৌ শিল্পী ভুবন কুমার
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
মানভূমের মুখ উজ্জ্বল করলেন পুরুলিয়ার ছৌ শিল্পী ভুবন কুমার। তিনি সঙ্গীত নাটক অ্যাকাডেমি সম্মান পেয়ে বিরল নজির গড়লেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই অনন্য সম্মান গ্রহণ করেন ভুবনবাবু।
পুরুলিয়া: দেশের দরবারে আরও একবার মানভূমের মুখ উজ্জ্বল করলেন পুরুলিয়ার ছৌ শিল্পী ভুবন কুমার। তিনি সঙ্গীত নাটক আকাদেমি সম্মান পেয়ে বিরল নজির গড়লেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই অনন্য সম্মান গ্রহণ করেন ভুবনবাবু।
ছৌ শিল্পী ভুবন কুমারের বাড়ি ঝালদার কোটশীলার বামনিয়া গ্রামে। দিল্লির বিজ্ঞান ভবনের প্লেনারি হলে রাষ্ট্রপ্রতি তাঁকে সঙ্গীত নাটক আকাদেমি সম্মানে ভূষিত করেন। উল্লেখ্য, ২০২১ সালেই সঙ্গীত নাটক আকাদেমি পুরষ্কারের তালিকায় নাম ওঠে পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের এই ছৌ শিল্পীর। কিন্তু করোনার কারণে দু'বছর পরে তাঁর হাতে এই সম্মান তুলে দেওয়া হল।
advertisement
advertisement
শুক্রবার ভুবন কুমার দিল্লি থেকে নিজের গ্রামে পৌঁছতেই আনন্দে আত্মহারা হয়ে ওঠে গোটা এলাকার মানুষ। অকাল দোল খেলা হয় সেখানে। সংবর্ধিত করা হয় এই নৃত্য শিল্পীকে। জানা গিয়েছে, ছোট থেকেই শিব বেশে ভুবন কুমারের ছৌ নাচ মানুষের মনে দাগ কাটত। পরবর্তীতে তিনি সেই নাচকে অনন্য শিল্পের পর্যায়ে নিয়ে যান। সঙ্গীত নাটক আকাদেমি সম্মান তাঁর দায়িত্ব আরও বাড়িয়ে দিল বলে জানিয়েছেন ভবন কুমার।
advertisement
মানভূমের ঐতিহ্যবাহী নৃত্য ছৌ। গম্ভীর সিং মুড়ার মত প্রবাদপ্রতিম শিল্পীর হাত ধরে বিশ্বের দরবারে সমাদর আদায় করে নিয়েছে ছৌ নাচ। তাঁর দেখানো পথ অনুসরণ করেই উঠে এসেছেন ভুবন কুমার। মানভূমের মানুষ প্রজন্মের পর প্রজন্ম ধরে ছৌ নাচকে এগিয়ে নিয়ে চলেছে। ছৌ শিল্পী ভুবন কুমারের এহেন সম্মান মানভূমের মুকুটে আরও একটি নয়া পালক যুক্ত করল।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 25, 2023 11:11 AM IST