West Burdwan News : দলছুট দাঁতাল ঢুকে পড়েছিল লোকালয়ে, রাতভর নজরদারির পরে শেষমেশ...

Last Updated:

বাঁকুড়া থেকে দলছুট একটি দাঁতাল হাতি দামোদর নদ অতিক্রম করে ঢুকে পড়ে বুদবুদের রণডিহা এলাকায়।

+
উদ্ধার

উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে দাঁতালটিকে।

কাঁকসা, পশ্চিম বর্ধমান: রাতভর নজরদারি। তারপর অবশেষে ঘুম পাড়ানি গুলি দিয়ে শান্ত করা হল দলছুট দাঁতালকে। এরপর বন দফতরের কর্মীদের উদ্যোগে বাঁকুড়া থেকে রণডিহার কসবা জঙ্গলে ঢুকে পড়া দাঁতালটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে।
বন দফতর সূত্রে খবর, প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়ার পর দাঁতালটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। ভুলাভেদার জঙ্গলে দাঁতালটিকে ছাড়া হবে বলে জানা গিয়েছে। বন দফতর সূত্রে খবর, দাঁতালটিকে শেষমেষ উদ্ধার করতে পারায় কিছুটা স্বস্তি পেয়েছেন রনডিহার কসবা এলাকার মানুষজন।
জানা গিয়েছে, বাঁকুড়া থেকে দলছুট একটি দাঁতাল হাতি দামোদর নদ অতিক্রম করে ঢুকে পড়ে বুদবুদের রণডিহা এলাকায়। পানাগড় বন বিভাগের অন্তর্গত বুদবুদের কসবা এলাকায় গত বৃহস্পতিবার রাত থেকে এলাকা জুড়ে দাপিয়ে বেড়ায় দাঁতাল হাতিটি। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা পানাগড় বন দফতরকে খবর দেয়। তারপর বন দফতরের আধিকারিকরা দলছুট ওই দাঁতাল হাতির উপর নজর রাখেন রাতভর। কিন্তু রাতে দীর্ঘ চেষ্টা করেও তাকে বাঁকুড়ার জঙ্গলে ফেরত পাঠানো যায়নি।
advertisement
advertisement
আরও পড়ুন: ২৩ একর জমির মালিক গোপাল! খুলতে চেয়েছিলেন বি এড কলেজও, কোথা থেকে আসত এত টাকা?
পরদিন সকালে অর্থাৎ শুক্রবার, হাতি তাড়াতে আনা হয় বাঁকুড়া থেকে বিশেষ হুল্লা পার্টি। পানাগড়, দুর্গাপুর, বাঁকুড়া এবং বর্ধমান রেঞ্জের বন আধিকারিকরা ঘটনাস্থলে এসে পৌঁছায়। শুক্রবার সকালে হাতিটিকে ঘুম পাড়ানি গুলি করে শান্ত করা হয়। তারপর হাতিটিকে বাঁকুড়ার উদ্দেশ্যে পাঠানো হয়। বন আধিকারিকরা জানিয়েছেন, শারীরিক পরীক্ষা করার পর তাকে বাঁকুড়ার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। তবে হাতে থেকে উদ্ধার করে নিয়ে যাওয়ার পর স্বস্তি পেয়েছেন এলাকার মানুষ।
advertisement
Nayan Ghosh
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Burdwan News : দলছুট দাঁতাল ঢুকে পড়েছিল লোকালয়ে, রাতভর নজরদারির পরে শেষমেশ...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement