TRENDING:

West Bardhaman News: পুজোর ফুল-ফলের সমস্যা দূর করতে লাগানো হল ১০০ টি গাছ

Last Updated:

কালী মন্দিরের নিত্য পুজোর জন্য গ্রামে ১০০ টি ফুল ও ফলের গাছ লাগালেন গ্রামবাসীরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম বর্ধমান: তীব্র গরমে ফুলের জোগানে মারাত্মক ঘাটতি। এই অস্বাভাবিক গরমে ফুল উৎপাদন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাতেই টান পড়েছে যোগানে। ফলে বাড়ির পুজোর জন্য‌ও পর্যাপ্ত ফুল পাওয়া যাচ্ছে না। ফলে বেড়ে গিয়েছে ফুলের দাম। তা কিনতে গিয়ে হাত পুড়ছে গৃহস্থের। ফুল নিয়ে এই সমস্যার সমাধানে অভিনব পদক্ষেপ করল রূপগঞ্জ গ্রামের মানুষ। সেখানকার কালী মন্দিরের পুজোর সারা বছরের ফুল ও ফলের জোগান নিশ্চিত করতে লাগানো হল ১০০ টি গাছ। গ্রামবাসীদের আশা আগামী ১ বছরের মধ্যেই ওই গাছগুলি থেকে পাওয়া যাবে ফুল ও ফল। তা দিয়েই হয়ে যাবে মন্দিরের পুজো।
advertisement

আরও পড়ুন: প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাড়িতে ফুল-মিষ্টির প্যাকেট নিয়ে হাজির তৃণমূল প্রার্থী!

২ নম্বর জাতীয় সড়ক ধরে মুচিপাড়া থেকে কাঁকসার শিবপুর যাওয়ার পথে পড়ে রূপগঞ্জ। গ্রামের পাশ দিয়ে চলে গিয়েছে কালো পিচর রাস্তা। রাস্তার দু’পাশে শালের জঙ্গল। জঙ্গলের মধ্যে ছোট্ট গ্রাম রুপগঞ্জ। সেখানেই রয়েছে একটি জাগ্রত কালী মন্দির। চার পাশে নানান গাছ থাকলেও সমস্যা পুজোর ফুল নিয়ে। নিত্য পুজোর ফুল পেতে সমস্যায় পড়তে হয় গ্রামবাসীদের। অন্যদিকে অনাবৃষ্টিতে দু-একটি বাড়িতে যেসব ফুলের গাছ ছিল সেগুলিতেও ফুল পাওয়া যাচ্ছে না। আর তাই সমস্যা সমাধান করতে পশ্চিম বর্ধমানের এই গ্রামে একসঙ্গে লাগানো হল ১০০ টি গাছ।

advertisement

View More

রূপগঞ্জ কালী মন্দিরের আশপাশে ১০০ টি গাছ লাগিয়েছেন স্থানীয়রা। যার মধ্যে সবগুলোই ফুল এবং ফলের- আম, জাম, আতা, ডালিম, পেয়ারা ইত্যাদি ফলের গাছ লাগানো হয়েছে। অন্যদিকে সারা বছর যাতে ফুল পাওয়া যায় সেজন্য জবা, টগর, কলকে, করবী, রঙ্গন ফুলের গাছ লাগিয়েছেন গ্রামবাসীরা।

সেরা ভিডিও

আরও দেখুন
কাজ নেই-র দিন শেষ,ছাদের তলায় বসেই কয়েক হাজার টাকা রোজগার ঘরের বউদের,সংসার চলছে রমরমিয়ে
আরও দেখুন

নয়ন ঘোষ

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: পুজোর ফুল-ফলের সমস্যা দূর করতে লাগানো হল ১০০ টি গাছ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল