আরও পড়ুন: প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাড়িতে ফুল-মিষ্টির প্যাকেট নিয়ে হাজির তৃণমূল প্রার্থী!
২ নম্বর জাতীয় সড়ক ধরে মুচিপাড়া থেকে কাঁকসার শিবপুর যাওয়ার পথে পড়ে রূপগঞ্জ। গ্রামের পাশ দিয়ে চলে গিয়েছে কালো পিচর রাস্তা। রাস্তার দু’পাশে শালের জঙ্গল। জঙ্গলের মধ্যে ছোট্ট গ্রাম রুপগঞ্জ। সেখানেই রয়েছে একটি জাগ্রত কালী মন্দির। চার পাশে নানান গাছ থাকলেও সমস্যা পুজোর ফুল নিয়ে। নিত্য পুজোর ফুল পেতে সমস্যায় পড়তে হয় গ্রামবাসীদের। অন্যদিকে অনাবৃষ্টিতে দু-একটি বাড়িতে যেসব ফুলের গাছ ছিল সেগুলিতেও ফুল পাওয়া যাচ্ছে না। আর তাই সমস্যা সমাধান করতে পশ্চিম বর্ধমানের এই গ্রামে একসঙ্গে লাগানো হল ১০০ টি গাছ।
advertisement
রূপগঞ্জ কালী মন্দিরের আশপাশে ১০০ টি গাছ লাগিয়েছেন স্থানীয়রা। যার মধ্যে সবগুলোই ফুল এবং ফলের- আম, জাম, আতা, ডালিম, পেয়ারা ইত্যাদি ফলের গাছ লাগানো হয়েছে। অন্যদিকে সারা বছর যাতে ফুল পাওয়া যায় সেজন্য জবা, টগর, কলকে, করবী, রঙ্গন ফুলের গাছ লাগিয়েছেন গ্রামবাসীরা।
নয়ন ঘোষ





