তারপর স্থানীয় বিভিন্ন মন্দিরে দেবতাদের পায়ে জল ঢেলে শ্রদ্ধাঞ্জলি দেন তারা। রথযাত্রা এবং উল্টো রথের দিন স্থানীয় মানুষ শিব, দুর্গা, অন্নপূর্ণা সহ বিভিন্ন মূর্তির পায়ে জল দিয়ে শ্রদ্ধা জানান। পাশাপাশি স্থানীয় মহিলাদের পায়ে জল দিয়ে নত মস্তকে তাদের প্রণাম করেন তাছাড়া বয়স্কদেরও একই নিয়মে শ্রদ্ধা জানান। এরপর জগন্নাথ দেবকে রথে চাপিয়ে এলাকায় ঘোরানো হয়। বিশেষ নিয়মে জগন্নাথ দেবের আরাধনা দেখতে বহু মানুষজন এখানে ভিড় করেন।
advertisement
আরও পড়ুনঃ যাত্রাশিল্পের উন্নতির জন্য বুকিং সেন্টার বাড়ানোর নিদান
জগন্নাথ দেবের সামনে স্থানীয় মানুষজন গোল করে ঘিরে দাঁড়িয়ে হাত তালি দেন এবং মন্ত্র বলতে থাকেন। আর স্থানীয় পুরোহিত জগন্নাথ দেবকে পুজো দেন এবং তার মন্ত্র জপ করেন। বহু বছর ধরে এই একই নিয়মে সিংহ রায় বাবার মন্দিরে রথযাত্রা উৎসব পালিত হচ্ছে। তবে কতদিন ধরে এই নিয়ম চলে আসছে, তা নির্দিষ্ট করে বলতে পারেন নি স্থানীয় প্রবীণরাও।
আরও পড়ুনঃ অমরনাথ গিয়ে চরম বিপদে আসানসোলের ১২ যুবক!
তারা বলছেন, বহু ছোট বয়স থেকেই তারা এই নিয়মে রথযাত্রা পালন করতে দেখে আসছেন। তাদের কাছে রথযাত্রা উৎসবও বিশেষভাবে উল্লেখযোগ্য। কারণ আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন উৎসবের পাশাপশি তারা ধুমধামের সঙ্গে রথযাত্রা পালন করে আসছেন নিজস্ব রীতিনীতিতে।
Nayan Ghosh