উল্লেখ্য ক্যারাম ভারতের অন্যতম একটি জনপ্রিয় ইনডোর গেম। আগে বাংলার বিভিন্ন পাড়ায়-পাড়ায় ক্লাবে ক্যারাম খেলার জন্য ভিড় লক্ষ্য করা যেত। কিন্তু বর্তমানে স্মার্টফোন মুখী হয়েছে নতুন প্রজন্ম থেকে যুবকরা। এমনকি বহু মধ্য বয়স্ক মানুষও এখন দিনভর সময় কাটিয়ে দিতে পারেন মোবাইলের সামনে। অনেকে তো আবার স্মার্টফোনেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সঙ্গে ক্যারাম খেলতে অভ্যস্ত হয়ে পড়েছেন।
advertisement
আরও পড়ুনঃ মন্দিরে চুরির কয়েক ঘণ্টার মধ্যেই শ্রীঘরে গেল যুবক
স্বাভাবিকভাবেই ক্লাবে ক্যারাম খেলার যে উৎসাহ আগে দেখা যেত, তাতে রীতিমতো ভাটা পড়েছে। তাই সেই উৎসাহ আবার ফিরিয়ে আনতে, এই উদ্যোগ নেওয়া হয়েছিল দুর্গাপুরে। যাতে করে আবার ক্লাবে ক্লাবে ক্যারামের লড়াই দেখা যায়, তার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছিল।
আরও পড়ুনঃ বর্ষা ঢোকার আগেই শুরু হল গারুই নদী সংস্কারের কাজ!
উল্লেখ্য গত বছরেও দুর্গাপুর গ্যামন ব্রিজ ময়দানে একদিনের এই ক্যারাম প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। তবে এ বছর সমগ্র দুর্গাপুর বাসীর জন্য দু'দিনব্যাপী ক্যারাম প্রতিযোগিতার আয়োজন করা হয় যেখানে বহু ক্লাব এবং প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী এবং রানার্স আপদের হাতে তুলে দেওয়া হয়েছে বিশেষ পুরস্কার।
Nayan Ghosh