জানা গিয়েছে, অন্ডালের পরাশকোল কোলিয়াড়িতে খনি ভরাটের জন্য বালির বদলে নতুন এক ধরনের মাটির মতো পদার্থ ব্যবহার করা হচ্ছে। যে পদার্থের সঙ্গে জল মিশ্রণ করলে, তা জমাট বেঁধে খনি ভরাটের কাজ করছে। এদিন সেই পদার্থ দিয়ে খনি ভরাট করতে বাংকারে নেমেছিলেন দুই খনি কর্মী। কিন্তু তাদের দাবি, ওই পদার্থের সঙ্গে জল মেশানো মাত্রই তা এক জায়গায় দলা পাকিয়ে জমাট বেধে যায়। ফলে মুহূর্তের মধ্যেই জলে ভর্তি হয়ে যায় ওই বাংকার। দুই খনি কর্মী দাবি করছেন, বিষয়টি বুঝতে পেরে তড়িঘড়ি তারা উপরে উঠে আসেন।
advertisement
আরও পড়ুনঃ মাঝ রাস্তায় মহাভোজ! রাস্তায় আটকে পড়া চালকদের খাওয়ালেন স্থানীয়রা
কিন্তু যদি উঠে না আসতে পারতেন, তাহলে সেখানে মৃত্যু হত তাদের। আর এই ঘটনার পর থেকে রীতিমতো আতঙ্কিত ওই কোলিয়ারির খনি কর্মীরা। খনি ভরাটের জন্য বিকল্প এই পদ্ধতি অবলম্বনে নারাজ তারা। এই বিষয়ে কোলিয়ারির ম্যানেজার জানিয়েছেন, বিকল্প এই পদ্ধতি ব্যবহার করা হচ্ছে দক্ষিণ ভারতে বেশ কিছু খনিতে, এবং সেখানে এই পদার্থটি সফলভাবে ব্যবহার করা যাচ্ছে। কিন্তু এই কয়লা ব্যাংকারে কেন পদার্থটি ব্যবহার করা যাচ্ছে না, সেটি নিয়ে বিচার করা হবে বলেও জানিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ বন্ধ দেখে হতাশ হবেন না! নতুন রূপে ফিরবে রেস্টুরেন্ট অন হুইলস
উল্লেখ্য, খনি ভরাটের জন্য মূলত বালি ব্যবহার করা হয়। কিন্তু এই বিষয়ে কোলিয়ারির ম্যানেজার জানিয়েছেন, বর্তমানে সব সময় বালি পাওয়া যাচ্ছে না। তাছাড়া বালির দাম বেড়ে যাচ্ছে। বালি নিয়ে আসতে অনেক সমস্যা হচ্ছে। সেজন্যই এই বিকল্প পদ্ধতি বেছে নেওয়া হয়েছে। তবে তা নিয়ে কেন সমস্যা দেখা দিয়েছে, সেই বিষয়টিও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন পরাশকোল কোলিয়ারির ম্যানেজার।
Nayan Ghosh