Paschim Bardhaman News: বন্ধ দেখে হতাশ হবেন না! নতুন রূপে ফিরবে রেস্টুরেন্ট অন হুইলস

Last Updated:

আসানসোল স্টেশনকে নতুন রূপে সাজিয়ে বিশ্বমানের স্টেশন তৈরির পরিকল্পনা করেছে ভারতীয় রেল। ইতিমধ্যেই সেই কাজও শুরু হয়েছে। বর্তমানে আসানসোল স্টেশন এর বাইরে রয়েছে রেস্টুরেন্ট অন হুইলস।

+
title=

#আসানসোল : আসানসোল স্টেশনকে নতুন রূপে সাজিয়ে বিশ্বমানের স্টেশন তৈরির পরিকল্পনা করেছে ভারতীয় রেল। ইতিমধ্যেই সেই কাজও শুরু হয়েছে। বর্তমানে আসানসোল স্টেশন এর বাইরে রয়েছে রেস্টুরেন্ট অন হুইলস। বিভিন্ন ট্রেন যাত্রীদের কম দামে ভালো খাবার তুলে দিতে এই রেস্টুরেন্ট অন হুইলস চালু করেছিল ভারতীয় রেলের আসানসোল ডিভিশন। ট্রেনের বাতিল হয়ে যাওয়া কামরায় চালু হওয়া এই রেস্টুরেন্ট সাড়া ফেলে দিয়েছিল পর্যটক এবং খাদ্য রসিকদের মনে। তবে বর্তমানে এই রেস্টুরেন্ট বন্ধ। যা দেখে মন খারাপ হচ্ছে অনেকের।
কিন্তু রেল দফতর সূত্রে খবর, মন খারাপের কোনও কারণ নেই। খুব শীঘ্রই এই রেস্টুরেন্ট অন হুইল খুলে দেওয়া হবে ট্রেন যাত্রী সহ সকলের জন্য। রেস্টুরেন্টের বরাত প্রাপ্ত সংস্থার টেন্ডার শেষ হয়ে যাওয়ার জন্যই, এই রেস্টুরেন্ট বর্তমানে বন্ধ রয়েছে। তবে নতুন টেন্ডার প্রক্রিয়া চালু হয়ে গিয়েছে। নতুন টেন্ডারের কাজ শেষ হলে, খুব শীঘ্রই এই রেস্টুরেন্ট অন হুইলস খুলে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুনঃ ডেঙ্গি দমনে তৎপর কাঁকসা, দিকে দিকে স্প্রে! মাঠে বিজেপি নেতা
সূত্রের খবর, বড় দিনের আগেই খুলে যেতে পারে আসানসোল স্টেশনের বাইরে থাকা রেস্টুরেন্ট অন হুইলস। রেলের খাবার নিয়ে অনেক যাত্রী বারবার অভিযোগ তুলতেন। পাশাপাশি স্টেশনের বাইরে এসে খাবার কিনতে অনেকেই বিব্রত হতেন। আর এই সমস্ত সমস্যার সমাধানের জন্য, ২০২০ সালে পথ চলা শুরু করেছিল রেস্টুরেন্ট অন হুইলস। আসানসোল স্টেশনের বাইরে দুটি বাতিল হয়ে যাওয়া কামরা আর একটি ন্যারো গেজ ইঞ্জিন নিয়ে চালু হয়েছিল রেস্টুরেন্ট অন হুইলস। যা রাজ্যের মধ্যে প্রথম।
advertisement
advertisement
এই রেস্টুরেন্ট অন হুইলস আসানসোল স্টেশনের শোভাও অনেকটা বাড়িয়ে দেয়। এই রেস্টুরেন্ট অন হুইলসে দুটি পৃথক রেস্টুরেন্ট রয়েছে। যার মধ্যে একটি ভেজিটেরিয়ান, একটি নন ভেজিটেরিয়ান। চা, নরম পানীয় সহ স্ন্যাকস, লাঞ্চ, ডিনার - বিভিন্ন রকম খাবার উপলব্ধ ছিল আসানসোলের রেস্টুরেন্ট অন হুইলসে। কিন্তু তা বর্তমানে বন্ধ টেন্ডার প্রক্রিয়ার জন্য। তবে শীঘ্রই এই রেস্টুরেন্ট চালু হয়ে যাবে বলে জানা গিয়েছে। যা পর্যটক এবং খাদ্য রসিকদের কাছে একটি খুশির খবর।
advertisement
Nayan Ghosh
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News: বন্ধ দেখে হতাশ হবেন না! নতুন রূপে ফিরবে রেস্টুরেন্ট অন হুইলস
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement