Paschim Bardhaman News: ডেঙ্গি দমনে তৎপর কাঁকসা, দিকে দিকে স্প্রে! মাঠে বিজেপি নেতা
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
ডেঙ্গি রুখতে বিশেষ তৎপরতা দেখা গেল কাঁকসা পঞ্চায়েতের বিভিন্ন এলাকায়। ডেঙ্গির মশা নাশ করতে, বিভিন্ন জায়গায় মশা নাশক তেল স্প্রে করা হয়েছে এদিন। পঞ্চায়েতের পাশাপাশি মশা নাশক তেল স্প্রে করার কাজে হাত লাগিয়েছিলেন স্থানীয় বিজেপি নেতা রমন শর্মা।
#কাঁকসা : ডেঙ্গি রুখতে বিশেষ তৎপরতা দেখা গেল কাঁকসা পঞ্চায়েতের বিভিন্ন এলাকায়। ডেঙ্গির মশা নাশ করতে, বিভিন্ন জায়গায় মশা নাশক তেল স্প্রে করা হয়েছে এদিন। পঞ্চায়েতের পাশাপাশি মশা নাশক তেল স্প্রে করার কাজে হাত লাগিয়েছিলেন স্থানীয় বিজেপি নেতা রমন শর্মা। অন্যদিকে পঞ্চায়েতের বিভিন্ন কর্মীরা এদিন মশা নাশক তেল স্প্রে করেছেন। বিশেষ করে যে সমস্ত জায়গা গুলিতে নর্দমা রয়েছে বা আগাছার পরিমাণ বেশি বা জমা জল রয়েছে, সেই সমস্ত জায়গাগুলিতে মশা নাশক তেল স্প্রে করা হয়েছে। তাছাড়াও স্থানীয়দের বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গি সম্পর্কে সচেতনতা মূলক প্রচার চালানো হয়েছে।
কারোর জ্বর থাকলে, তাকে অবিলম্বে ডেঙ্গি টেস্ট করানোর জন্য বলা হয়েছে। সবমিলিয়ে কাঁকসা পঞ্চায়েত এলাকার ডেঙ্গি রুখে দিতে বদ্ধপরিকর মনোভাব নিয়েছে। প্রসঙ্গত, অভিযোগ উঠেছিল কাঁকসা পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় মশার উপদ্রব বাড়ছে। যার ফলে ডেঙ্গির আতঙ্কে ভুগছিলেন স্থানীয় মানুষজন। তারপরেই বিশেষ করে তৎপরতা দেখা গিয়েছে কাঁকসা পঞ্চায়েতের বিভিন্ন জায়গায়। পঞ্চায়েতের উদ্যোগে এদিন বিভিন্ন কর্মীদের মশা নাশক তেল স্প্রে করতে দেখা গিয়েছে।
advertisement
আরও পড়ুনঃ দুয়ারে সরকার ক্যাম্পে স্বাস্থ্য শিবির, বিশেষ উদ্যোগ স্বাস্থ্য দফতরের
এই বিষয়ে কাঁকসা পঞ্চায়েত প্রধান শুক্লা সিং জানিয়েছেন, নিয়মিত ভাবেই মশা নাশক তেল স্প্রে করা হচ্ছে বিভিন্ন জায়গায়। তার হিসেবও রাখা হচ্ছে। সেই হিসেব রয়েছে ব্লক সমষ্টি উন্নয়ন দফতরে। অন্যদিকে স্থানীয় এলাকায় যাতে মশার উপদ্রব কমে, সেজন্য স্থানীয় বিজেপি নেতা রমন শর্মা তার দলের কর্মী সমর্থকদের নিয়ে এলাকার বিভিন্ন জায়গায় মশা নাশক তেল স্প্রে করেছেন।
advertisement
advertisement
Nayan Ghosh
Location :
First Published :
November 22, 2022 6:35 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News: ডেঙ্গি দমনে তৎপর কাঁকসা, দিকে দিকে স্প্রে! মাঠে বিজেপি নেতা