পাণ্ডবেশ্বরের হরিপাড়ার বাসিন্দা মান্ত বাউরী। ছোট থেকেই বিশেষভাবে সক্ষম। তিনি দু'পায়ে চলতে পারেন না ভাল করে। ছোটবেলায় হারিয়েছেন বাবাকে। মায়ের সঙ্গেই থাকতেন মান্তু দেবী। বিগত কয়েক বছর আগে টোটো চালক রাহুল গুপ্তার সঙ্গে সম্পর্ক তৈরি হয় মান্তু বাউরির।
আরও পড়ুন: '১০৯৮' ডায়াল করতেই বাড়িতে পুলিশ...! এক ফোনেই বিরাট কাণ্ড করে বসল সাহসী নাবালিকা
advertisement
রাহুল গুপ্তা টোটো চালক। রানীগঞ্জের বাসিন্দা। বাবা পেশায় রাজমিস্ত্রি। শুরু থেকেই মান্তুকে বিয়ে করার জন্য মনস্থির করেছিলেন রাহুল। পরিবারের সদস্যরা তাতে বাধা দেননি। আর তাঁদের সমর্থনকে সঙ্গী করেই বসন্ত আসার আগে নিজেদের জীবনে বসন্ত আনলেন রাহুল এবং মান্তু।
advertisement
রাহুল গুপ্তার এই মানসিকতাকে সাধুবাদ দিয়েছেন সকলেই। রাহুল আর মান্তু সকলের আশীর্বাদ চেয়ে শুরু করেছেন তাঁদের নতুন জীবন।
নয়ন ঘোষ
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 28, 2023 2:11 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Burdwan News: বিশেষভাবে সক্ষম প্রেমিকাই স্ত্রী! সব বাধা পেরিয়ে ভালবাসার নজির গড়লেন টোটোচালক





