Primary Teacher Recruitment: নিয়োগ নিয়ে নজরে 'পরীক্ষকরা'? কারা কারা প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ নিয়েছেন? তথ্য চাইল পর্ষদ...

Last Updated:

Primary Teacher Recruitment: হাইকোর্টের নির্দেশ মেনেই এই তথ্য চাওয়া হয়েছে বলে নির্দেশিকায় উল্লেখ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সূত্রের খবর, ৩০ জানুয়ারির মধ্যেই এই তথ্য চাওয়া হয়েছে বলেই জেলার প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের চেয়ারম্যানদের চিঠি দেওয়া হয়েছে।

নিয়োগ নিয়ে নজরে 'পরীক্ষকরা'
নিয়োগ নিয়ে নজরে 'পরীক্ষকরা'
কলকাতা: ২০১৬ এর প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে ফের বড় তথ্য চাইল প্রাথমিক শিক্ষা পর্ষদ।সম্প্রতি প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে বিভিন্ন জেলার প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের চেয়ারম্যানদের একটি চিঠি দেওয়া হয়েছে। ২০১৬ এর প্রাথমিক শিক্ষক নিয়োগের সময় বিভিন্ন জেলায় জেলায় কারা কারা বিশেষজ্ঞ হিসাবে ইন্টারভিউ নিয়েছিলেন এবার তাদের তথ্য চাইল প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাদের নাম, ঠিকানা, মোবাইল নম্বর-সহ বিস্তারিত তথ্য চাওয়া হল প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে। পর্ষদের তরফে চিঠি দিয়ে জানানো হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এই চিঠি দেওয়া হয়েছে।
মূলত এতদিন পর্যন্ত বিভিন্ন জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সংসদগুলোই নিয়োগের ব্যাপারে ইন্টারভিউ নিতেন। শুধু তাই নয় কারা কারা ইন্টারভিউ নেবেন সেই সিদ্ধান্ত জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সংসদ গুলোর হাতে ক্ষমতা ছিল। তার জন্য এই তথ্য চাওয়া হয়েছে বলে দাবি প্রাথমিক শিক্ষা পর্ষদ এর আধিকারিক দের।এর জেরে প্রশ্ন উঠতে শুরু করেছে এবার কি তাহলে প্রশ্নের মুখে পরীক্ষকরাও।
advertisement
advertisement
প্রসঙ্গত ২০১৬ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়েও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি তদন্ত করছে। তাতে একাধিক অসঙ্গতি ও উঠে এসেছে বলে অভিযোগ।অন্যদিকে প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া চলছে পর্ষদের। ইতিমধ্যেই চতুর্থ পর্যায়ের ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়ে গেছে।পঞ্চম দফার ইন্টারভিউ চলছে পর্ষদের।১০ ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই পঞ্চম দফার ইন্টারভিউ। পাশাপাশি প্রাথমিকের টেট এর রেজাল্ট ও দ্রুত প্রকাশ করতে চায় পর্ষদ।
advertisement
ইতিমধ্যেই সব প্রশ্নপত্রের উত্তরপত্র আপলোড করছে পর্ষদ।পাশাপাশি পরীক্ষার্থীদের থেকে মতামত নেওয়ার ও প্রক্রিয়া শেষ হয়ে গেছে।পর্ষদ সূত্রে খবর টেট এর ফল প্রকাশ চলতি মাসের শেষে বা ফেব্রুয়ারি এর শুরুতে হওয়ার সম্ভাবনা রয়েছে।যদিও তা নিয়ে পর্ষদের তরফে কিছু জানানো হয়নি।পর্ষদ সূত্রে খবর ইতোমধ্যেই যাদের ইন্টারভিউ নেওয়া হয়েছে তাদের মধ্যে ১০ শতাংশ চাকরিপ্রার্থী অনুপস্থিত ছিলেন।পর্ষদ সূত্রে খবর ফেব্রুয়ারি মাসের মধ্যেই প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করতে চায় পর্ষদ।
advertisement
সোমরাজ  বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/চাকরি/
Primary Teacher Recruitment: নিয়োগ নিয়ে নজরে 'পরীক্ষকরা'? কারা কারা প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ নিয়েছেন? তথ্য চাইল পর্ষদ...
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement