প্রসঙ্গত, ছট পুজো চলে চার দিন ধরে। তার মধ্যে পুজোর তৃতীয় দিনে শোভাযাত্রা করে ছট পুজোর ব্রত পালনকারীরা ঘাটে যান অর্ঘ্য নিবেদনের জন্য। অর্ঘ্য নিবেদনের জন্য নিয়ে যাওয়া হয় আখ, কলা সহ বিভিন্ন জিনিসপত্র। অথচ চাহিদা বেড়ে যাওয়ার জন্য ব্যাপকভাবে দাম বেড়ে যায় আখ, কলা ইত্যাদি জিনিসের। যার ফলে সমস্যায় পড়েন আর্থিকভাবে দুর্বল মানুষজন। কিন্তু ব্রত পালনের জন্য আর্থিক সমস্যা যাতে বাধা হয়ে না দাঁড়ায়, তার জন্যই আসানসোলের বৃহন্নলাদের দ্বারা তৈরি একটি সংগঠন, ছট ওয়েলফেয়ার সোসাইটি বিশেষ উদ্যোগ নিয়েছিল।
advertisement
আরও পড়ুনঃ শীতের আমেজ পড়তেই দুর্গাপুরে আয়োজন বিধায়ক কাপের
তাদের উদ্যোগে এদিন ছট ব্রতীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন কাপড় এবং ছট পুজোর বিভিন্ন সামগ্রী। এই বিষয়ে উদ্যোক্তারা জানিয়েছেন, তারা আগামী বছরগুলিতেও একই ভাবে মানুষের পাশে দাঁড়াতে চান। যারা ছট পুজো পালন করেন, কিন্তু আর্থিকভাবে দুর্বল, তাদের হাতে তুলে দিতে চান ছট পুজোর বিভিন্ন সামগ্রী। যাতে করে ব্রত পালনের জন্য আর্থিক দুর্বলতা কোন বাধা না হয়। ব্রত পালনকারীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার এই উদ্যোগ যে বৃহন্নলারা নিয়েছেন, সেই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সকলেই।
Nayan Ghosh