Paschim Bardhaman News: শীতের আমেজ পড়তেই দুর্গাপুরে আয়োজন বিধায়ক কাপের
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
শীতের আমেজ সবেমাত্র পড়তে শুরু করেছে রাজ্যে। আর তার মধ্যে উদ্বোধন হয়ে গেল বিধায়ক কাপের। দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক লক্ষণ ঘরুইয়ের উদ্যোগে দুর্গাপুরে আয়োজিত হয়েছে বিধায়ক কাপ।
#দুর্গাপুর : শীতের আমেজ সবেমাত্র পড়তে শুরু করেছে রাজ্যে। আর তার মধ্যে উদ্বোধন হয়ে গেল বিধায়ক কাপের। দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক লক্ষণ ঘরুইয়ের উদ্যোগে দুর্গাপুরে আয়োজিত হয়েছে বিধায়ক কাপ। দুর্গাপুরের পলাশ ডিহার পণ্ডিত রঘুনাথ মুর্মু ময়দানে বিধায়ক কাপের উদ্বোধন করা হয়েছে। বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে বিধায়ক কাপের। সেখানে হাজির হয়েছিলেন বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই, বিজেপি নেত্রী তথা রাঢ় বঙ্গের অবজারভার লকেট চ্যাটার্জি সহ অনেকেই।
অন্যদিকে এ দিন বিধায়ক কাপ দেখতে ময়দানে হাজির হন বহু মানুষ। প্রসঙ্গত, শীতকালে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিযোগিতামূলক খেলার আয়োজন করা হয়। তালিকায় বাদ নেই পশ্চিম বর্ধমান জেলাও। তবে একেবারে শীতের আমেজের শুরুতেই এই বিধায়ক কাপের মাধ্যমে, শহরে খেলাধুলার মরশুম শুরু হয়ে গেল বলে অনেকেই মনে করছেন। পন্ডিত রঘুনাথ মুর্মু ময়দানে এদিন থেকে শুরু হয়েছে বিধায়ক কাপের ম্যাচ।
advertisement
advertisement
বিধায়ক কাপের উদ্বোধন করেছেন বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি। পাশাপাশি এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে বিজেপির বহু নেতা, কর্মী, সমর্থকরা হাজির হয়েছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়ে বিধায়কের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন লকেট চ্যাটার্জী। তাছাড়া উদ্বোধনের দিন এই বিধায়ক কাফের ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।
advertisement
আরও পড়ুনঃ বাংলার পুরনো বাজনা তুলে এনে অভিনব সাজে বিসর্জনের শোভাযাত্রা দুর্গাপুরে!
এদিন বিধায়ক কাপের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়ে লকেট চ্যাটার্জি বলেছেন, স্বাস্থ্যই সম্পদ। আর খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য গড়ে ওঠে। স্বাস্থ্য রক্ষা করা যায়। তরুণ প্রজন্ম- এর অনেকেই বর্তমানে স্মার্টফোনে ঘর বন্দী হয়েছেন। এই খেলাধুলার মাধ্যমে তাদেরকে ফের ঘরের বাইরে মাঠে আনা যাবে। খেলাধুলার পরিবেশ তৈরি হবে। আগামী দিনে যা স্বাস্থ্য বান করে তুলবে তরুণ প্রজন্মকে। তাই বিধায়ক কাপের আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন তিনি।
advertisement
Nayan Ghosh
view commentsLocation :
First Published :
October 29, 2022 7:03 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News: শীতের আমেজ পড়তেই দুর্গাপুরে আয়োজন বিধায়ক কাপের