১৪ ডিসেম্বর ২০২২ সালে আসানসোল পুরনিগমের ২৭ নম্বর ওয়ার্ডের রেলপারের রামকৃষ্ণ ডাঙালে বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারির শিব চর্চা ও কম্বল বিতরণের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিলো । এই অনুষ্ঠানে কম্বল বিতরণের সময় পদপিষ্ট হয়ে তিনজন মারা যান। গোটা ঘটনাটি নিয়ে আসানসোল উত্তর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে তদন্তে নেমে । এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশ আটজনকে গ্রেফতারও করেছে। অন্যদিকে চৈতালি তিওয়ারি পুলিশের ভূমিকা নিয়ে কলকাতা হাইকোর্টে যান। তিনি দাবি করেন, এটা নিছকই একটা দুর্ঘটনা।
advertisement
আরও পড়ুন - Armaan Malik Third Wedding: বাড়িতে দুই বউ প্রেগন্যান্ট, তৃতীয়বার বিয়ে করে বাড়ি ফিরলেন আরমান
উচ্চ আদালত থেকে নির্দেশ দেওয়া হয় চৈতালি তিওয়ারিকে পুলিশ তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করতে পারবে কিন্তু পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত গ্রেফতার করতে পারবে না। তাকে রক্ষাকবচও দেওয়া হয়েছিল।এদিকে এরই মধ্যে শুক্রবার এফআইআরে নাম থাকা জিতেন্দ্র তিওয়ারি, চৈতালি তিওয়ারি সহ পাঁচজনের জামিনের আবেদন জেলা জজ আদালতে করেন আইনজীবী শেখর কুন্ডু।জেলা জজ দু'পক্ষের আইনজীবীর সওয়াল-জবাব শুনে ৫ জনের জামিনের আবেদন নাকচ করে দেন।
আরও পড়ুন - কেলেঙ্কারির একশেষ আর বলে কাকে! মদ্যপান করে স্ত্রীকে অশ্রাব্য গালাগালি, ছুঁড়ে মারলেন প্যান
রেলপারের রামকৃষ্ণ ডাঙালে শিব চর্চা ও তার সঙ্গে কম্বল বিতরণের অনুষ্ঠান উদ্বোধনের জন্য উপস্থিত হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই অনুষ্ঠানে থেকে শুভেন্দু অধিকারী বেরিয়ে যাবার পরে কম্বল বিতরনের সময় পদপিষ্ঠ হয়ে তিনজন মারা যান।এখন দেখার, এবার এই মামলায় পুলিশ এফআইআরে নাম থাকা এই পাঁচ জনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়।
Dipak Sharma