#কলকাতা: প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলি ফের বড় বিপাকে৷ নেশাগ্রস্ত অবস্থায় নিজের স্ত্রীর সঙ্গে মারপিট করেছেন তিনি৷ এমনকি রাগের মাথায় বউকে মাথায় রান্নার প্যান দিয়ে মেরেছেন এমন অভিযোগও উঠছে৷ বিনোদ কাম্বলির স্ত্রী আন্দ্রিয়া তাঁর বিরুদ্ধে পুলিশ স্টেশন অভিযোগ দায়ের করেছেন৷ এরই ভিত্তিতে পুলিশ এফআইআর দায়ের করেছে৷
বিনোদ কাম্বলির স্ত্রী-র অভিযোগ অনুযায়ী মারপিটের সময় তিনি আহত হয়ে যান৷ তাঁর মাথায় ও পিঠে চোট লেগেছে৷ বিনোদ কাম্বলি তাঁর মাথা লক্ষ্য করে রান্নার প্যান ছুঁড়ে মেরেছিলেন৷ এছাড়া বিনোদ কাম্বলি তাঁকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এটাও অভিযোগ করেছেন বিনোদ কাম্বলির স্ত্রী আন্দ্রিয়া৷ পুলিশ মামলার তদন্ত করার আশ্বাস দিয়েছে৷
মুম্বইয়ের বান্দ্রা পুলিশ ভারতের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে৷ বান্দ্রা পুলিশ বিনোদ কাম্বলির স্ত্রী আন্দ্রিয়ার বয়ানের ওপর আইপিসি ধারা ৩২৪ এবং ৫০৪ -র অধীনে মামলা দায়ের করেছে৷ আরোপ অনুযায়ী শুক্রবার দুপুরে বিনোদ কাম্বলি নেশাগ্রস্ত অবস্থায় নিজের বান্দ্রার ফ্ল্যাটে পৌঁছন৷ সেখানেই স্ত্রীকে গালাগালি করতে শুরু করেন৷ তারপর তাঁর দিকে কুকিম প্যানের হ্যান্ডেল ছুঁড়ে মারেন৷ এরফলেই তাঁর মাথায় চোট লাগে৷