আরও পড়ুন: টানা ১৭ দিন গাড়ি চালকদের বিক্ষোভ, মুখে কুলুপ ইসিএল কর্তৃপক্ষের
গত বছর শিবরাত্রির সময় শিব চর্চা নামে আসানসোলের রামকৃষ্ণডাঙ্গাল এলাকায় স্থানীয় বিজেপি নেতৃত্বের উদ্যোগে কম্বল সহ শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়। সেখানে ভিড় হয়েছিল ব্যাপক। কিন্তু দু-চারজন সিভিক ভলেন্টিয়ার ছাড়া ওই বিশাল ভিড় নিয়ন্ত্রণে জন্য আর কোনও পুলিশকে দেখা যায়নি। ওই অনুষ্ঠানে হাজির ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি প্রথমে একজনের হাতে কম্বল তুলে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। তারপর অবশ্য সেখান থেকে চলে আসেন। তিনি বেরিয়ে যাওয়ার পরই আগে কম্বল নেওয়ার জন্য প্রবল হুড়োহুড়ি শুরু হয়। তাতেই পদপৃষ্ঠ হয়ে অনেকে গুরুতর আহত হন, পরবর্তীতে চারজনের মৃত্যু হয়।
advertisement
এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক তৈরি হয়। পুলিশ জানায় তাদের অনুমতি ছাড়াই ওই অনুষ্ঠানের আয়োজন করেছিল স্থানীয় বিজেপি নেতৃত্ব। জানা যায় মূলত চৈতালী তিওয়ারির উদ্যোগেই ওই অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। এদিকে মৃতদের পরিজনরা স্থানীয় বিজেপি নেতৃত্বের নামে থানায় অভিযোগ দায়ের করে। এই ঘটনায় বেশ কয়েকবার জিতেন্দ্র তিওয়ারির ফ্ল্যাটে গিয়ে তাঁকে ও চৈতালীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এর আগে আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন চৈতালী। পরবর্তীতে তিনি সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন। অবশেষে সেখানেই মিলল স্বস্তি। পাশাপাশি এই মামলাতেই জামিন পেয়েছেন আসানসোলের বিজেপি কাউন্সিলর গৌরব গুপ্ত এবং বিজেপি নেতা তেজপ্রতাপ সিং।
নয়ন ঘোষ