West Bardhaman News: টানা ১৭ দিন গাড়ি চালকদের বিক্ষোভ, মুখে কুলুপ ইসিএল কর্তৃপক্ষের

Last Updated:

ইসিএল হঠাৎ করে পুরনো টেন্ডার বাতিল করে দেওয়ায় বিপাকে পড়েছেন গাড়ি চালকরা। টানা ১৭ দিন ধরে তাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন ইসিএল-এর কার্যালয়ের সামনে

+
title=

পশ্চিম বর্ধমান: দু’সপ্তাহের বেশি হয়ে গেল গাড়ি চালকরা বিক্ষোভ দেখাচ্ছেন ইসিএল-এর সামনে। কেন্দ্রীয় সংস্থাটি হঠাৎ করে পুরোনো টেন্ডার বাতিল করে দেওয়ায় বিপাকে পড়েছেন গাড়িচালক এবং গাড়ির মালিকরা। বহুজনের কাজ হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। তাই দ্রুত নতুন টেন্ডারের দাবিতে ১৭ দিন ধরে অবস্থান বিক্ষোভে বসে তাঁরা।
ইসিএল-এর সদ্য টেন্ডার বাতিল হওয়া গাড়িচালকদের এই বিক্ষোভ মঞ্চে যোগ দেন জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, জামুড়িয়ার তৃণমূল বিধায়ক হরেরাম সিং-রা। পরে হরেরাম সিং ইসিএল-এর এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন। জানা গিয়েছে, গাড়ি চালকদের ভবিষ্যতের কথা ভেবে জেলা তৃণমূলের একটি প্রতিনিধি দল ইতিমধ্যেই ইসিএল-এর আধিকারিকদের সঙ্গে দেখা করেছেন।
advertisement
advertisement
বিক্ষোভে অংশ নেওয়া গাড়ি চালকদের বক্তব্য, ইসিএল কর্তৃপক্ষ পুরনো টেন্ডার বাতিল করে দিলেও নতুন করে টেন্ডার করছে না। এর ফলে তাঁরা কাজ করতে পারছেন না। এতোদিন এখানেই কাজ করে এসেছেন, হঠাৎ এই প্রক্রিয়াগত জটিলতার কারণে তাঁদের কাজ চলে গেলে খাবেন কী সেটাই প্রশ্ন এই চালকদের। এদিকে টানা বিক্ষোভ চললেও এই বিষয়ে ইসিএল-এর তরফ থেকে কিছু কিছু জানানো হয়নি।
advertisement
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: টানা ১৭ দিন গাড়ি চালকদের বিক্ষোভ, মুখে কুলুপ ইসিএল কর্তৃপক্ষের
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement