South 24 Parganas News: চাষে আয় বাড়াতে সুন্দরবনের কৃষকদের নিয়ে বিশেষ শিবির
- Reported by:SUMAN SAHA
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
সুন্দরবনের কৃষকদের আয় বাড়াতে তাঁদের আধুনিক প্রযুক্তিতে সড়গড় করে তোলার জন্য শুরু হল বিশেষ কর্মশালা
দক্ষিণ ২৪ পরগনা: কৃষকদের নিত্যনতুন প্রযুক্তি ব্যবহারে অভ্যস্ত করে তুলে আয় বাড়ানোর চেষ্টা অব্যাহত। সেই লক্ষ্যেই নিমপীঠ কৃষিবিজ্ঞান কেন্দ্রে আয়োজিত হচ্ছে ৩ দিনের বিশেষ কর্মশালা।
সুন্দরবনের কৃষকরা চাষের কলাকৌশল সম্বন্ধে সাধারণত অনেকটা এগিয়ে থাকলেও তাঁরা বিশেষ একটা আয় করে উঠতে পারেন না। সেই দিকে লক্ষ্য রেখেই সুন্দরবনের কৃষকদের নিয়ে এই বিশেষ কর্মশালা আয়োজিত হয়। এখানে কৃষি কাজের নয়া প্রযুক্তি ব্যবহার করে কীভাবে অতিরিক্ত আয় করা সম্ভব তা হাতে কলমে শেখান বিজ্ঞানীরা। দক্ষিণ ২৪ পরগনার নিমপীঠ রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে আইসিএআর ফাউন্ডেশনের সহযোগিতায় এই শিবির আয়োজিত হয়।
advertisement
advertisement
সোমবার ভার্চুয়ালি এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার। উপস্থিত ছিলেন মৎস্য, প্রাণী পালন ও ডেয়ারি দফতরের কেন্দ্রীয় মন্ত্রী পুরুষোত্তম রুপালা। হাজির ছিলেন নিমপীঠ রামকৃষ্ণ কৃষিবিজ্ঞান কেন্দ্রের মহারাজ স্বামী সদানন্দজি ও নিমপীঠ কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান চন্দন মণ্ডল সহ আরও অনেকে।
advertisement
প্রায় ৭০ জন কৃষককে নিয়ে এই শিবির শুরু হয়েছে। ন্যাচারাল ফার্মিং এবং ড্রোন টেকনোলজি ব্যবহার করে কীভাবে অতিরিক্ত আয় করা সম্ভব তা কৃষকদের হাতে-কলমে শেখানো হচ্ছে। গোটা ব্যবস্থাপনায় খুশি কৃষকরা। তাঁরা ফিরে গিয়ে নিজেদের জমিতে চাষের ক্ষেত্রে এগুলি প্রয়োগ করে দেখতে চান।
সুমন সাহা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jul 17, 2023 5:36 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: চাষে আয় বাড়াতে সুন্দরবনের কৃষকদের নিয়ে বিশেষ শিবির









