তাদের দাবি, ওই রাস্তা মেরামতি করতে হবে। নিত্যদিন তাদের ছোট বড় নানান দুর্ঘটনার শিকার হতে হয়। যে কোন সময় হতে পারে বড়সড় দুর্ঘটনা, মৃত্যু। তাই স্থানীয় মানুষদের সঙ্গে পথে নেমে পরুয়ারা বিক্ষোভ দেখালেন কাঁকসার মাধাই গঞ্জ এলাকায়। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, সম্প্রতি ওই রাস্তায় এক স্কুল পড়ুয়া দুর্ঘটনার শিকার হয়েছে। তার আঘাত গুরুতর।
advertisement
আরও পড়ুনঃ জাতীয় পুষ্টি সপ্তাহে অপুষ্টির হার কমাতে সচেতনতা শিবিরের আয়োজন
কিন্তু ওই রাস্তাটি এর আগে বহুবার মেরামতির দাবি জানানো হলেও কোনরকম নজর ছিল না প্রশাসনের। দীর্ঘ প্রায় ১২ কিলোমিটার রাস্তা মেরামতের জন্য কেউ উদ্যোগ নেয়নি। বর্ষায় খানাখন্দে ভরা ওই রাস্তা আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। তাই ভালো রাস্তার দাবিতে পথে নেমেছে পড়ুয়ারা। তাদের সঙ্গে স্থানীয় মানুষজনও রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন।
আরও পড়ুনঃ কিংবদন্তিকে শ্রদ্ধা, কিশোর কুমারের নামে রাস্তার নামকরণ দুর্গাপুরে
তারাও দাবি তুলেছেন, যত দ্রুত সম্ভব ওই রাস্তাটির মেরামতি করতে হবে। কারণ ওই রাস্তাতে স্কুল পড়ুয়ারা ছাড়াও রোগীদের নিয়ে যেতে সমস্যায় পড়তে হয় এলাকার মানুষকে। তাছাড়াও নিত্য যাতায়াতকারী স্থানীয়দের প্রাণ হাতে নিয়ে ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। সেজন্যই তারা পথে নেমেছেন পথের দাবীতে।
Nayan Ghosh