Paschim Bardhaman: কিংবদন্তিকে শ্রদ্ধা, কিশোর কুমারের নামে রাস্তার নামকরণ দুর্গাপুরে

Last Updated:

দুর্গাপুরের অন্যতম ব্যস্ত রাস্তার নাম বদল। কিংবদন্তি সংগীত শিল্পী কিশোর কুমারকে শ্রদ্ধা জানাতে তার নামে দুর্গাপুরের ব্যস্ত রাস্তার নামকরণ করা হয়েছে। রাস্তার পাশে বসানো হয়েছে কিশোর কুমারের নামের ফলক।

+
title=

#দুর্গাপুর : দুর্গাপুরের অন্যতম ব্যস্ত রাস্তার নাম বদল। কিংবদন্তি সংগীত শিল্পী কিশোর কুমারকে শ্রদ্ধা জানাতে তার নামে দুর্গাপুরের ব্যস্ত রাস্তার নামকরণ করা হয়েছে। রাস্তার পাশে বসানো হয়েছে কিশোর কুমারের নামের ফলক। দুর্গাপুরের প্রাক্তন মেয়র তথা পৌর প্রশাসক অনিন্দিতা মুখার্জির উপস্থিতিতে এই নামের ফলকটি উদ্বোধন করা হয়েছে। নামকরণ অনুষ্ঠান উপলক্ষে বিশেষ সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। একটি সঙ্গীত প্রেমী সংগঠনের বিশেষ উদ্যোগে দুর্গাপুরের অন্যতম ব্যস্ত রাস্তা ৫৪ ফুটের নাম বদল করে কিশোর কুমার সরণী করা হয়েছে।
কিংবদন্তি সংগীত শিল্পী কিশোর কুমারের নামে রাস্তার নামকরণ হওয়ায় খুশি শহরের সঙ্গীতপ্রেমী মানুষজন। তারা বলছেন, কিশোর কুমারের মতো শিল্পীকে শ্রদ্ধা জানাতে শহর দুর্গাপুরে এই কর্মকাণ্ড শিল্পীর প্রতি শহরবাসীর সম্মানের প্রতিফলন। উল্লেখ্য, দুর্গাপুর শহরের ৫৪ ফুট রোড অন্যতম পরিচিত একটি রাস্তা। যা যথেষ্ট ব্যস্ততম। শহরের বহু সঙ্গীতপ্রেমী মানুষজন কিশোর কুমারের নামে একটি রাস্তার দাবি তুলেছিলেন। সন্ধ্যা প্রদীপ নামে একটি সংগীত প্রেমী সংগঠন কিশোর কুমারের নামে রাস্তার দাবিতে আবেদন জানান।
advertisement
আরও পড়ুনঃ দুর্গাপুরের প্রাক্তন মেয়রই হলেন পুরপ্রশাসক
কিংবদন্তি শিল্পীর নামে রাস্তার নামকরণ করতে উদ্যোগ নেওয়া হয়। ৫৪ ফুটের মতো একটি পরিচিত রাস্তাকে বেছে নেওয়া হয় কিশোর কুমারের নামে নামকরণ করার জন্য। একটি বিশেষ সংগীত অনুষ্ঠানের মাধ্যমে এই নামকরণ অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে দুর্গাপুরের প্রাক্তন মেয়র অনিন্দিতা মুখার্জী শিল্পীর নামে রাস্তার ফলকটি উদ্বোধন করেছেন। বর্তমানে দুর্গাপুরের ৫৪ ফুট রাস্তার নাম বদল হয়ে কিশোর কুমার সরণী নামে পরিচিতি লাভ করেছে।
advertisement
advertisement
Nayan Ghosh
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman: কিংবদন্তিকে শ্রদ্ধা, কিশোর কুমারের নামে রাস্তার নামকরণ দুর্গাপুরে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement