বিভিন্ন সময় দুর্ঘটনার শিকার হয় তারা। তাছাড়াও পথ কুকুরের সংখ্যা শহর জুড়ে অনেক বেড়ে যাওয়ায়, তাদের মধ্যে দলীয় সংঘাত বেড়ে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। এই সমস্ত দিকগুলি মাথায় রেখেই কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে আনতে বন্ধ্যাত্বকরণ প্রক্রিয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্গাপুর পুরসভা।
আরও পড়ুনঃ লকডাউনের বাড়তি সময় সাহায্য করেছে সাফল্যে
advertisement
এই বিষয়ে দুর্গাপুর পুরসভার মেয়র অনিন্দিতা মুখার্জি শহরবাসীকে আর্জি জানিয়েছেন, স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীদের সঙ্গে সহযোগিতা করার জন্য। অন্যদিকে স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা বলছেন, কুকুরগুলিকে নিয়ে এসে অপারেশনের পর সুস্থ করে ফের যথাস্থানে ফিরিয়ে দেওয়া হবে।
আরও পড়ুনঃ মাটি না কেটে, বালি ভরাট ছাড়াই ঘাসের ওপরে কংক্রিটের রাস্তা নির্মাণের অভিযোগ
প্রথম ধাপে প্রায় ৮০০ টি কুকুরের বন্ধ্যাত্বকরণ প্রক্রিয়া চালাবে দুর্গাপুর পুরসভা। পরবর্তী ক্ষেত্রে ধাপে ধাপে এই প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়া হবে। পাশাপাশি অনিন্দিতা মুখার্জি প্রস্তাব দিয়েছেন, আগামী পুরবোর্ড গঠনের সময়, পুরসভার অধীনে প্রাণী দপ্তর রাখার।
Nayan Ghosh