জানা গিয়েছে, সূত্র মারফত খবর পেয়ে রাজ্য পুলিশের এসটিএফ-র একটি দল সোমবার ভোরে কাঁকসার বাঁশকোপা টোল প্লাজার কাছে ২ নম্বর জাতীয় সড়কের উপর দুটি লরিকে আটক করে। তারপর তল্লাশি চালিয়ে ৬ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করে। ধৃত চারজনকে গ্রেফতার করে কাঁকসা থানার পুলিশের হাতে তুলে দেয় এসটিএফ।
আরও পড়ুন: বর্ষায় ভেঙে যাওয়ার রাস্তা এখনও সরানো হয়নি, ফলে যন্ত্রণা বেড়েছে হাতির 'নিশানায়' থাকা গ্রামের
advertisement
ধৃতরা মুর্শিদাবাদের বাসিন্দা বলে জানা গিয়েছে। তাদের নাম গুরমিত সিং, গৌরব শর্মা, রুবেল শেখ ও আল আমিন শেখ। ধৃতরা জানিয়েছে, তারা ওই ফেন্সিডিলের বোতল কানপুর থেকে কলকাতায় নিয়ে যাচ্ছিল। তবে এর থেকে বেশি মুখ খুলতে রাজি হননি এসটিএফ কর্তারা। এই ঘটনায় আরও কেউ যুক্ত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। কলকাতার কোথায় ওই ফেনসিডিল নিয়ে যাওয়া হচ্ছিল সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
নয়ন ঘোষ