উল্লেখ্য, বৃহস্পতিবারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা সহ অন্যান্যরা। এদিন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা বলেন, আসানসোল একজন 'সান্দার ও জানদার' মেয়র পেয়েছে। তাই আসানসোলের অনেক প্রগতি হবে। মেয়র হিসেবে বিধান উপাধ্যায় কি পাওয়ার জন্য আসানসোলবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তারকা সাংসদ। বৃহস্পতিবারের এই শপথ গ্রহণকে ঘিরে আসানসোল পুরভবন চত্বরে তৃণমূল কংগ্রেসের প্রচুর কর্মী সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
advertisement
আরও পড়ুন: পড়ুয়াদের 'প্রকৃত শিক্ষা' দেওয়াই একমাত্র লক্ষ্য! জাতীয় শিক্ষক সম্মান বাঁকুড়ার শিক্ষককে
আরও পড়ুন: ইডি-কে 'বিশেষ ক্ষমতা', কেন্দ্রীয় সরকারকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট
প্রসঙ্গত নির্বাচনে লড়াই না করে আসানসোলের মেয়র পদে বসেছেন বিধান উপাধ্যায়। তাকে এই পদে থাকতে হলে উপনির্বাচনে লড়াই করে জয়ী হতে হত। সেই মতোই আসানসোলের ৬ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচনে প্রার্থী হন তিনি। গত ২১ আগষ্ট আসানসোল পৌরনিগমের ৬ নং ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ২৪ আগষ্ট ফল ঘোষণা হয়েছে। তারপরএদিন বিধান উপাধ্যায় পুরনিগমের সভাগৃহে জেলা শাসকের উপস্থিতিতে কাউন্সিলর হিসাবে শপথ গ্রহণ করেছেন।
Nayan Ghosh





