National Teacher Award 2022: পড়ুয়াদের 'প্রকৃত শিক্ষা' দেওয়াই একমাত্র লক্ষ্য! জাতীয় শিক্ষক সম্মান বাঁকুড়ার শিক্ষককে

Last Updated:

National Teacher Award 2022: কৃতজ্ঞতার সুর শিক্ষক বুদ্ধদেব দত্তর গলায়। তিনি বলেন, "একজন শিক্ষক হিসেবে এই স্বীকৃতি তুলনা নেই। তবে এর জন্য আমি স্কুলের সমস্ত ছাত্র-ছাত্রী, শিক্ষক, আধিকারিকদের আমি কৃতজ্ঞতা জানাতে চাই। এই স্বীকৃতি আমাদের সকলের।

রাজ্যের প্রাইমারি শিক্ষকের ঝুলিতে বড় পুরস্কার!
রাজ্যের প্রাইমারি শিক্ষকের ঝুলিতে বড় পুরস্কার!
#কলকাতা: জাতীয় শিক্ষক পুরস্কার পেলেন বাঁকুড়ার জয়পুর প্রাইমারি স্কুলের শিক্ষক। আজই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক কোন কোন রাজ্য থেকে কোন কোন শিক্ষক জাতীয় শিক্ষক সম্মাননা পাচ্ছেন তার একটি তালিকা প্রকাশ করেছেন। সেই সেরা শিক্ষকের তালিকাতেই এবার রাজ্যের এক শিক্ষক জায়গা করলেন। বুদ্ধদেব দত্ত বাঁকুড়ার জয়পুর প্রাইমারি স্কুলের শিক্ষক। এই মুহূর্তে একটি জাতীয় স্তরের সেমিনারে যোগ দিতে রাজধানী দিল্লিতেই রয়েছেন বুদ্ধদেব বাবু। নিউজ 18 বাংলার তরফে তাঁর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে এই বিশেষ স্বীকৃতির জন্য জয়পুর স্কুল তথা গোটা বাঁকুড়া জেলাকেই কৃতিত্ব দিতে চাইলেন বুদ্ধদেব দত্ত। তাঁর কথায়, "এই স্বীকৃতি শুধু আমার নয়, সকলের।"
দেশজুড়ে মোট ৪৬ জন শিক্ষককে এই বিশেষ 'জাতীয় শিক্ষক পুরস্কার' সম্মান দেওয়া হবে। তার মধ্য থেকে এই প্রথম কোনও প্রাইমারি স্কুলের শিক্ষক এই সম্মান পেলেন। স্বভাবতই এই সম্মাননা এক অন্য মাত্রা এনে দিয়েছে রাজ্যের ঝুলিতে।
advertisement
advertisement
আগামী ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন বিজ্ঞান ভবনে এই সম্মান দেওয়া হবে। রাজ্যের কোনও প্রাইমারি স্কুলের শিক্ষক এই প্রথম কেন্দ্রের সন্মান পাচ্ছেন। নিঃসন্দেহে তা রাজ্য সরকারের প্রাইমারি শিক্ষা ব্যবস্থার জন্যও গর্বের বিষয়। এই তালিকায় অন্যান্য রাজ্যের হাই স্কুলের শিক্ষকরা রয়েছেন। আছেন সিবিএসই, আইসিইসি বোর্ডের স্কুলের শিক্ষকরা।
advertisement
কৃতজ্ঞতার সুর শিক্ষক বুদ্ধদেব দত্তর গলায়। তিনি বলেন, "একজন শিক্ষক হিসেবে এই স্বীকৃতি তুলনা নেই। তবে এর জন্য আমি স্কুলের সমস্ত ছাত্র-ছাত্রী, শিক্ষক, আধিকারিকদের আমি কৃতজ্ঞতা জানাতে চাই। এই স্বীকৃতি আমাদের সকলের। তবে আমাদের ছাত্র-ছাত্রীরা যদি মানবিকতা, সহমর্মিতা, জ্ঞান সবকিছু নিয়ে জীবনে প্রকৃত শিক্ষায় শিক্ষা অর্জন করতে পারেন তবে সেটাই হবে আমার সবথেকে বড় পুরস্কার।" একইসঙ্গে তিনি বলেন, এই জয়পুর স্কুলেরই ছাত্র আমি। তাই এই স্কুলের প্রতি দায়বদ্ধতা ছিলই। দায়িত্ব জেলার প্রতিও। এই সম্মানের সঙ্গে সঙ্গে সেই দায়িত্ব যেন আরও বেড়ে গেল।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
National Teacher Award 2022: পড়ুয়াদের 'প্রকৃত শিক্ষা' দেওয়াই একমাত্র লক্ষ্য! জাতীয় শিক্ষক সম্মান বাঁকুড়ার শিক্ষককে
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement