আরও পড়ুন Murshidabad News: শারীরিক প্রতিবন্ধকতা দূরে সরিয়ে মহাকাশ চেনার স্বপ্নে বিভোর আলম
এই ঘটনা দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাছাড়াও স্থানীয় মানুষজনও ডাকাতির আতঙ্কে ভুগছেন। যদিও ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। তবে ব্যস্ত রাস্তার পাশে থাকা দোকানে আগ্নেয়াস্ত্র নিয়ে ডাকার দলের এই লুটপাটের ঘটনায় চিন্তিত সকলেই। ইতিমধ্যেই ডাকাত দলে লুটপাট চালানোর এই সিসিটিভি বন্দী ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে।
advertisement
উল্লেখ্য, মানকর ক্যাম্প মোড়ে একটি মুদির দোকানে রাত দশটা নাগাদ ডাকাত দলের চার সশস্ত্র দুষ্কৃতী লুটপাট চালিয়েছে। দোকানের মালিকের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে লুটপাট চালানো হয়েছে দোকানের ক্যাশ বাক্সে। দোকান মালিক সে সময় দোকান বন্ধের প্রস্তুতি নিচ্ছিলেন।একজন কর্মচারী এবং জনা কয়েক ক্রেতা সে সময় দোকানে ছিলেন। হঠাৎ করেই চারজন দুষ্কৃতী মুখ বাঁধা অবস্থায় দোকানে প্রবেশ করে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুটপাট শুরু করে।
আরও পড়ুন South 24 Paraganas News: আলমারির ভিতর জমিয়ে রাখা বোমা! ১২ টি বোমা নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড
দোকানে থাকা কর্মচারী এবং ক্রেতাদের গালিগালাজ করে সেখান থেকে বের করে দেওয়া হয়। তারপরেই লুটপাট চালানো হয়েছে। আনুমানিক প্রায় পঞ্চাশ হাজার টাকা দোকানের ক্যাশ বাক্স থেকে হাতিয়ে নিয়ে গিয়েছে ডাকাত দলের সদস্যরা। তারপর চম্পট দিয়েছে দ্রুততার সঙ্গে। যদিও ডাকাতির খবর পাওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ এসে হাজির হয়। কিন্তু ডাকার দলের এই লুটপাটে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী এবং বাসিন্দারা।
Nayan Ghosh