South 24 Paraganas News: আলমারির ভিতর জমিয়ে রাখা বোমা! ১২ টি বোমা নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড

Last Updated:

কীভাবে এবং কোথা থেকে বোমগুলো আনা হয়েছে এবং এই বিষয় কে বা কারা কারা যুক্ত আছে, তার খোঁজ শুরু হয়েছে।

উদ্ধার বোমা
উদ্ধার বোমা
#বারুইপুর: বারুইপুরের মল্লিকপুরের হাবিবচকের খান্না মোদির গলির চারতলা আবাসনের বন্ধ ঘরের আলমারি থেকে ১২টি তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার রাতে এই খবর পেয়ে বারুইপুর এস ডি পিও, থানার আই সির নেতৃত্বে পুলিস বাহিনী ঘটনাস্থলে যায়। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। তারা ঘটনাস্থলে এসে বোমা উদ্ধার করে তা দূরে জায়গায় নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করে।
পুলিস জানিয়েছে, রুকসানা বেগম নামে এক মহিলার বাড়ি। তিনি বাড়িতে ছিলেন না। তার পুত্রবধূ আসরফি বেগম এদিন সন্ধ্যায় ১০০ ডায়ালে ফোন করে জানায় সে শ্বশুরবাড়িতে ঢুকে আলমারির মধ্যে কাগজে মোড়া অবস্থায় বোম দেখতে পেয়েছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন হাতে বেশি সময় নেই, কিন্তু ঘুরতে চান একাধিক জায়গা, তাহলে ঘুরে আসুন আউশগ্রাম 
তবে কী কারণে আলমারিতে বোমা রাখা ছিল তা নিয়ে রহস্য দেখা দিয়েছে। এ ব্যাপারে বারুইপুর পুলিশ জেলার এস ডি পি ও ইন্দ্র বদন ঝা জানান, মল্লিকপুর আমাদের পুলিশ ক্যাম্প থেকে একটি খবর আসে যে আশরাফি বেগম নামে এক মহিলা আলমারি ভর্তি বোমের খবর দিয়েছেন৷ তারপর তিনি জানান যে ঘরে ঢোকার পরে আলমারির মধ্যে বোমের মতো কিছু আছে৷ সঙ্গে সঙ্গে আমরা আমাদের পুলিশ টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছই। এবং আমাদের দেখার পর ওটা বোম বলে চিহ্নিত করা হয়। তারপর আমরা পুরো বিল্ডিংটি ঘিরে ফেলি। আমরা বোম ডিস্পোজ টিমকে খবর দিই। খবর পাওয়া পর পুরো টিমটি ঘটনাস্থলে আসে।
advertisement
advertisement
আরও পড়ুন দিঘার সৈকতে ভেসে উঠল মৃতদেহ! সমুদ্র শহরে চাঞ্চল্য
খুব সাবধানে বোমগুলো উদ্ধার করা হয়েছে। প্রায় ১২ টি বোমা ছিল। সেগুলিকে একটি নিরিবিলি জায়গায় নিয়ে গিয়ে বোমগুলো নিষ্ক্রিয় করা হয়। এই বিষয়ে তদন্ত চলছে। কীভাবে এবং কোথা থেকে বোমগুলো আনা হয়েছে এবং এই বিষয় কে বা কারা কারা যুক্ত আছে, তার খোঁজ শুরু হয়েছে। বারইপুর পুলিশ জেলার টিম ও বারইপুর থানার পুরো টিম ঘটনার তদন্ত শুরু করেছে।
advertisement
সুমন সাহা
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Paraganas News: আলমারির ভিতর জমিয়ে রাখা বোমা! ১২ টি বোমা নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement