TRENDING:

West Bardhaman News: স্টোন ডাস্টে ধস ভরাট ইসিএলের, তবুও ফিরছে না ভরসা, তীব্র হচ্ছে পুনর্বাসনের দাবি

Last Updated:

রানিগঞ্জের অলডির ধস কবলিত এলাকা স্টোন ডাস্ট দিয়ে ভরাট করার কাজ শুরু করেছে ইসিএল। কিন্তু তাতে ভরসা পাচ্ছে না এলাকার মানুষ। ক্ষতিগ্রস্তরা পুনর্বাসন চাইছেন ইসিএলের কাছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম বর্ধমান: আসানসোল শিল্পাঞ্চলের কয়লা খনি সংলগ্ন গ্রামগুলিতে ধস নামা নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর ফলে বাড়িঘর ভেঙে পড়ছে, ভিটে হারা হচ্ছে অসহায় বাসিন্দারা। কয়েকদিন আগেও ধস নেমেছিল রানিগঞ্জের আলডি গ্রামে। সেখানেই এবার স্টোন ডাস্ট ব্যবহার করে ধস ভরাটের কাজ শুরু করল ইসিএল। যদিও এতে বিশেষ আশ্বস্ত হতে পারছে না বাসিন্দারা। তাঁদের একটাই প্রশ্ন, এভাবে ধস ভরাট করলে বিপদ কি কমবে? এই পরিস্থিতিতে প্রাণ বাঁচাতে পুনর্বাসন চাইছেন খনি সংলগ্ন এলাকার বাসিন্দারা।
advertisement

আরও পড়ুন: পুরপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অনুব্রতর জেলায় কাউন্সিলরদের বিদ্রোহ

আসানসোল পুরনিগমের ৭৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত আলডি। ধস নেমে বন্ধ হয়ে গিয়েছিল এখানকার প্রধান রাস্তা। এরপরই ধস ভরাটের জন্য ইসিএলের দ্বারস্থ হয়েছিল স্থানীয় প্রশাসন। সম্প্রতি স্টোন ডাস্ট দিয়ে ক্ষতিগ্রস্ত এলাকার ধস ভরাটের কাজ শুরু হয়েছে। তবে এলাকার মানুষ দাবি, স্টোন ডাস্টের বদলে বালি দিয়ে ক্ষতিগ্রস্ত এলাকার মাটির তলা ভরাট করলে অনেক ভাল হতো। স্টোন ডাস্ট দিয়ে ভরাট করার ফলে ওই জায়গায় কিছুদিন পর আবার ধস নামতে পারে বলে আশঙ্কা। এই পরিস্থিতিতে পুনর্বাসনের দাবি ক্রমশই জোরালো হচ্ছে।

advertisement

পূর্ব বর্ধমান খবর | Purba Bardhaman News

View More

উল্লেখ্য, ২০১১ সালে আলডি-তে সমীক্ষা চালিয়েছিল আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। সেখানকার বাসিন্দাদের একটি করে কার্ড দেওয়া হয়েছিল সেই সময়। যারা পুনর্বাসন পাবেন তাঁদেরই এই কার্ড দেওয়া হয়। কিন্তু এখনও পর্যন্ত পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি। স্থানীয় এক তৃণমূল নেতার দাবি, আপাতত ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের ইসিএল-এর ফাঁকা কোয়ার্টারে থাকতে দেওয়া হোক। অন্যদিকে ধসের ফলে এলাকার জলের পাইপলাইনে যে ক্ষতি হয়েছিল তা মেরামত করে দিয়েছে আসানসোল পুরসভা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

নয়ন ঘোষ

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: স্টোন ডাস্টে ধস ভরাট ইসিএলের, তবুও ফিরছে না ভরসা, তীব্র হচ্ছে পুনর্বাসনের দাবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল