আরও পড়ুন: পুরপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অনুব্রতর জেলায় কাউন্সিলরদের বিদ্রোহ
আসানসোল পুরনিগমের ৭৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত আলডি। ধস নেমে বন্ধ হয়ে গিয়েছিল এখানকার প্রধান রাস্তা। এরপরই ধস ভরাটের জন্য ইসিএলের দ্বারস্থ হয়েছিল স্থানীয় প্রশাসন। সম্প্রতি স্টোন ডাস্ট দিয়ে ক্ষতিগ্রস্ত এলাকার ধস ভরাটের কাজ শুরু হয়েছে। তবে এলাকার মানুষ দাবি, স্টোন ডাস্টের বদলে বালি দিয়ে ক্ষতিগ্রস্ত এলাকার মাটির তলা ভরাট করলে অনেক ভাল হতো। স্টোন ডাস্ট দিয়ে ভরাট করার ফলে ওই জায়গায় কিছুদিন পর আবার ধস নামতে পারে বলে আশঙ্কা। এই পরিস্থিতিতে পুনর্বাসনের দাবি ক্রমশই জোরালো হচ্ছে।
advertisement
পূর্ব বর্ধমান খবর | Purba Bardhaman News
উল্লেখ্য, ২০১১ সালে আলডি-তে সমীক্ষা চালিয়েছিল আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। সেখানকার বাসিন্দাদের একটি করে কার্ড দেওয়া হয়েছিল সেই সময়। যারা পুনর্বাসন পাবেন তাঁদেরই এই কার্ড দেওয়া হয়। কিন্তু এখনও পর্যন্ত পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি। স্থানীয় এক তৃণমূল নেতার দাবি, আপাতত ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের ইসিএল-এর ফাঁকা কোয়ার্টারে থাকতে দেওয়া হোক। অন্যদিকে ধসের ফলে এলাকার জলের পাইপলাইনে যে ক্ষতি হয়েছিল তা মেরামত করে দিয়েছে আসানসোল পুরসভা।
নয়ন ঘোষ