'স্বচ্ছ জল, স্বচ্ছ মন' - এই স্লোগান সামনে রেখে পদযাত্রা শুরু করেছে ধর্মীয় প্রতিষ্ঠানটি। সেখানে প্রায় ৩০০ জন সন্ত অংশগ্রহণ করেন। পাশাপাশি অংশগ্রহণ করেছিলেন এলাকার বহু মহিলা এবং ছোট ছোট ছেলেমেয়েরা। 'জল বাঁচাও, জীবন বাঁচাও' - এমন প্ল্যাকার্ড হাতে নিয়ে এই মিছিলে হাঁটতে দেখা গিয়েছে সকলকে। দেশের ২৭ টি রাজ্যের ১১০০ টি শহরে এই সচেতনতামূলক প্রচার চালানো হবে। যার মাধ্যমে পানীয় জল রক্ষা করার আবেদন জানানো হবে মানুষের কাছে।
advertisement
আরও পড়ুন: পুরুলিয়ায় আবারও মৌমাছির আক্রমণে গুরুতর আহত এক ব্যক্তি, হাসপাতালে কীভাবে চিকিৎসা হচ্ছে দেখুন
ধর্মীয় এই সংস্থানটির জল বাঁচানোর স্লোগান সামনে রেখে মিছিল শুরু হয় কুলটি স্টেশন সংলগ্ন এলাকা থেকে। তারপর ওই মিছিল শেষ হয় মিশন পরিসরে এসে। স্থানীয় মানুষজন ধর্মীয় ওই মিশনটির পক্ষ থেকে আয়োজিত মিছিলকে সাধুবাদ জানিয়েছেন। সকলেই বলছেন, আগামী দিনে মানুষ সচেতন না হলে পানীয় জলের সঙ্কট আরও বাড়তে পারে। তাই পানীয় জল রক্ষা করতে তার অপচয় বন্ধ করতে হবে। পাশাপাশি পানীয় জল সংরক্ষণের দিকে জোর দিতে হবে। তবেই আগামী দিনের এই বড় বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে।
নয়ন ঘোষ