Purulia News: পুরুলিয়ায় আবারও মৌমাছির আক্রমণে গুরুতর আহত এক ব্যক্তি, হাসপাতালে কীভাবে চিকিৎসা হচ্ছে দেখুন
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
রামকৃষ্ণ ভট্টাচার্য নামে ওই ব্যক্তি সোমবার সকালে রঘুনাথপুর চেলিয়া মোড় সংলগ্ন এলাকার বাড়ি থেকে বের হন। হঠাৎ রামকলোনি রেল স্টেশন রোড সংলগ্ন এলাকায় ওই ব্যক্তির উপর ঝাঁপিয়ে পড়ে মৌমাছির দল। স্থানীয়রা দেখতে পেয়ে ছুটে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করেন। তড়িঘড়ি তাঁকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়
পুরুলিয়া: আবারও মৌমাছির আক্রমণে পুরুলিয়ায় গুরুতর আহত হলেন এক ব্যক্তি। শতাধিক মৌমাছি হুল ফুটিয়ে দেয় ওই ব্যক্তিকে। ঘটনাটি ঘটেছে রঘুনাথপুরে। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামকৃষ্ণ ভট্টাচার্য নামে ওই ব্যক্তি সোমবার সকালে রঘুনাথপুর চেলিয়া মোড় সংলগ্ন এলাকার বাড়ি থেকে বের হন। হঠাৎ রামকলোনি রেল স্টেশন রোড সংলগ্ন এলাকায় ওই ব্যক্তির উপর ঝাঁপিয়ে পড়ে মৌমাছির দল। স্থানীয়রা দেখতে পেয়ে ছুটে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করেন। তড়িঘড়ি তাঁকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
advertisement
এই ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, আচমকাই তাঁরা দেখতে পান ওই ব্যক্তিকে মৌমাছি আক্রমণ করেছে। আশেপাশের লোকজন ছুটে এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে। গোটা মৌচাকের সমস্ত মৌমাছি এসে আহত রামকৃষ্ণ ভট্টাচার্যর সারা শরীরে হুল ফুটিয়েছে বলে ওই প্রত্যক্ষদর্শী জানান।
advertisement
advertisement
এই ঘটনার খবর চাউর হওয়ার পরই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বাইরে বেরোতে রীতিমত ভয় পাচ্ছে সবাই। পতঙ্গ বিশেষজ্ঞরা জানান, মৌমাছি হুল ফোটালে বড় বিপদ হতে পারে। তাদের ওই হুলের মধ্যে বিষ থাকে। হুলে ঢাকা অ্যাসিড বা বিষের পিএইচই মাত্রা ৪.৫ থেকে ৫ পর্যন্ত। একসঙ্গে অনেক মৌমাছি হুল ফোটালে এর ফলে শরীরের মধ্যে অনেক বেশি পরিমাণে বিষ চলে যায়। তাতে চরম ক্ষতি হতে পারে। তাছাড়া মৌমাছির বিষে মেলিটিনও থাকে। অনেক ক্ষেত্রেই দেখা যায়, মৌমাছি হুল ফোটালে জ্বর চলে আসে। তাই মৌচাক থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
advertisement
শমিষ্ঠা ব্যানার্জি
Location :
Kolkata,West Bengal
First Published :
February 28, 2023 7:03 PM IST