TRENDING:

Rath Yatra 2023: মাহেশের আদলে ৩৫ ফুটের রথ, বয়স হল ১০০, ইতিহাস আরও পুরনো

Last Updated:

পিতলের রথের গায়ে লেখা আছে রামায়ণ, মহাভারতের বিভিন্ন কথা। পিতলের তৈরি রথে রয়েছে নানান দেবদেবীর মূর্তি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রানিগঞ্জ: জমিদার গোবিন্দপ্রসাদ পন্ডিতের আমলে শুরু হয়েছিল। পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জের মানুষ সেবছর প্রথম ঘরের কাছে দেখেছিলেন। এলাকায় ছিল না কোনও উৎসব। তাই স্থানীয় জমিদার রথযাত্রার পত্তন করেন। শুরু হয়েছিল কাঠের রথ দিয়ে। যেখানে জগন্নাথদেব, বলরাম, সুভদ্রা তো থাকতেনই, সঙ্গে থাকতেন রাজ পরিবারের কুলদেবতা দামোদর চন্দ্র জিউ।
Rath Yatra 2023: মাহেশের আদলে ৩৫ ফুটের রথ, বয়স হল ১০০, ইতিহাস আরও পুরনো
Rath Yatra 2023: মাহেশের আদলে ৩৫ ফুটের রথ, বয়স হল ১০০, ইতিহাস আরও পুরনো
advertisement

সবই চলছিল ঠিকঠাক। কিন্তু হঠাৎই হয়েছিল ছন্দপতন। ১৯২২ সালে ভয়াবহ আগুনের কবলে পরে জগন্নাথ দেবের রথ। আর তারপর থেকেই যেন রানীগঞ্জের সিয়ারসোলের রথযাত্রার জাঁকজমক আরও বেড়ে গিয়েছে। কারণ পরের বছর ১৯২৩ সালে জগন্নাথ দেব চড়েছিলেন পিতলের তৈরি রথে। গোবিন্দপ্রসাদের কন্যা হরসুন্দরী দেবী এই পিতলের রথ তৈরি করান। যা তৈরি হয়েছিল মাহেশের রথের আদলে।

advertisement

রাজবাড়ির সদস্যদের সূত্রে জানা গিয়েছে, চলতি বছরে ওই পিতলের রথ ১০০ তম বর্ষে পদার্পণ করল। পিতলের রথটির উচ্চতা ৩৫ ফুট। পিতলের রথের গায়ে লেখা আছে রামায়ণ, মহাভারতের বিভিন্ন কথা। পিতলের তৈরি রথে রয়েছে নানান দেবদেবীর মূর্তি। প্রত্যেক বছর নতুন রাজবাড়ি থেকে জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হয় মাসির বাড়ির উদ্দেশ্যে। নতুন রাজবাড়ি থেকে ৫০০ মিটার দূরে অবস্থিত পুরনো রাজবাড়িতে নিয়ে যাওয়া হয় রথ। আবার উল্টো রথের দিন সেটিকে ফিরিয়ে আনা হয় নতুন রাজবাড়িতে।

advertisement

View More

রানীগঞ্জের সিয়ারসোলে রথযাত্রা একটা সময় গোটা বর্ধমান জেলার মধ্যে ছিল অন্যতম। বর্তমানে পশ্চিম বর্ধমান জেলার অন্যতম ঐতিহ্যবাহী রথ হয় রানীগঞ্জে। এই রথের সঙ্গে জড়িত রয়েছে অনেক আবেগ, অনেক ইতিহাস। স্থানীয় মানুষজন বলেন, একটা সময় এটি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মধ্যে সবথেকে বড় পিতলের তৈরি ছিল। এখন বিভিন্ন জায়গাতেই পিতলের রথের দেখা পাওয়া যায়। কিন্তু ১০০ বছর আগে এমন রথের দেখা পাওয়া যেত সৌভাগ্যক্রমে। পাশাপাশি সবথেকে আশ্চর্যের বিষয়, বিগত ১০০ বছরে তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি পিতলের তৈরি রথটির।

advertisement

আরও পড়ুন: Rain Forecast 2023: অবশেষে বিরাট স্বস্তি! আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

আরও পড়ুন: Unique Umbrella: এসি-কুলারের মতো হু হু করে বিক্রি হচ্ছে এই বিশেষ ছাতা! হচ্ছে বিরাট লাভ, মিলছে কোথায়?

রানীগঞ্জে রথযাত্রা উপলক্ষে বসে একটি বিশাল মেলা। ১৫ দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয়। বহুদিন ধরেই এই মেলা চলে আসছে। মেলার সঙ্গেও জড়িত রয়েছে অনেক ইতিহাস। একটা সময় এলাকায় তেমন কোনও বাজার ছিল না। ফলে রথের মেলায় জন্য অপেক্ষা করতেন বহু মানুষ। বিশেষ করে রথের মেলায় বিক্রি হতো কৃষির জন্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র। কারণ রথের পর পরই বর্ধমান জেলায় শুরু হয় ধান চাষের মরশুম। এখনও রথ উপলক্ষে মেলা বসে কিন্তু কালের নিয়মে সেই মেলা দখল করেছে নানা আধুনিক জিনিসপত্রের দোকান। মেলায় দাপট কমেছে চাষাবাদের সামগ্রীর দোকানগুলির।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Rath Yatra 2023: মাহেশের আদলে ৩৫ ফুটের রথ, বয়স হল ১০০, ইতিহাস আরও পুরনো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল