Unique Umbrella: এসি-কুলারের মতো হু হু করে বিক্রি হচ্ছে এই বিশেষ ছাতা! হচ্ছে বিরাট লাভ, মিলছে কোথায়?

Last Updated:

Unique Umbrella: বর্ষায় বৃষ্টির হাত থেকে নিজেকে বাঁচাতে ছাতার দোকানে ভীড় জমাচ্ছেন সাধারণ মানুষ। দোকানেও মিলছে নানা ধরনের ছাতা। এর মধ্যে সবচেয়ে বেশি বিকোচ্ছে ফ্যান ছাতা।

+
বর্ষায়

বর্ষায় নতুন ধরনের ছাতা বাজারে

জলপাইগুড়ি: কথায় রয়েছে ‘শীতে কাঁথা আর বর্ষায় ছাতা’এই দুটো জিনিস ছাড়া সাধারণ মানুষের বড়ই অসুবিধার সম্মুখীন হতে হয়! উত্তরবঙ্গে বর্ষা এসেই গিয়েছে৷ রোজই বৃষ্টির আনাগোনা লেগেই রয়েছে।ক’দিন আগে পর্যন্তও গরমে নাজেহাল অবস্থা ছিল জলপাইগুড়িবাসী। গরমের থেকে রেহাই পেতে এসি – ফ্রিজের দোকানের ভিড় ছিল চোখে পড়ার মতো। কিন্তু, এখন দেখা যাচ্ছে বর্ষায় বৃষ্টির হাত থেকে নিজেকে বাঁচাতে ছাতার দোকানে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ।
দোকানেও মিলছে নানা ধরণের ছাতা। এর মধ্যে সবচেয়ে বেশি বিকোচ্ছে ‘ফ্যান ছাতা’।ভাবছেন তো ফ্যান ছাতা আবার কেমন ছাতা? গ্রীষ্ম আর বর্ষা দুই থেকেই রেহাই দেবে এটি। গরম লাগলে ফ্যান থেকে মিলবে বাতাস, আর বৃষ্টিতে ঝড়-জলের হাত থেকে বাঁচাবে ছাতা। তবে ছাতা যে শুধুমাত্র আমাদের প্রয়োজনীয় সামগ্রী তা কিন্তু নয়৷ এই প্রয়োজনীয় বস্তুটিও ধীরে ধীরে হয়ে উঠেছে আমাদের স্টাইল স্টেটমেন্টের অংশ৷ এখন একটু খোঁজ করলেই আপনি পেয়ে যাবেন আপনার মনপসন্দ নানা অভিনব স্টাইলের ছাতা যা প্রয়োজন মেটানোর সঙ্গে সঙ্গে আপনাকে করে তুলবে যথেষ্ট স্টাইলিশও৷
advertisement
advertisement
বর্তমানে এখন বাজারে বিভিন্ন দোকানগুলিতেও উঠেছে নানা আধুনিক ছাতা।যেমন রয়েছে- কাপেল ছাতা, ফ্যান ছাতা ইত্যাদি। বাচ্চাদের জন্যও রয়েছে নানা নতুনত্ব ছাতা। ছাতা বিক্রেতা শশাঙ্ক সরকার বলেন, বর্ষার অপেক্ষায় বসে ছিলাম। উত্তরে বর্ষা ঢুকতেই ছাতার চাহিদা বেড়েছে জলপাইগুড়ি শহরে। নতুনত্ব অনেক আধুনিক ছাতা এসেছে। যেমন- ফ্যান ছাতা, কাপল ছাতা আরও নানান ছাতা। সবচেয়ে বেশি বিকোচ্ছে ফ্যান ছাতা। এসব ছাতা কিনতে মানুষ ভালই ভিড় জমিয়েছেন। আমাদের লাভও ভালই হচ্ছে।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Unique Umbrella: এসি-কুলারের মতো হু হু করে বিক্রি হচ্ছে এই বিশেষ ছাতা! হচ্ছে বিরাট লাভ, মিলছে কোথায়?
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement