ডাউন মুম্বই মেলে এই ঘটনা ঘটে। রেল সূত্রে খবর, টিকিট পরীক্ষকদের একটি দল আসানসোল রেল ডিভিশনের বরাকর স্টেশনে রানিং ট্রেনে টিকিট পরীক্ষা করতে ওঠে। ডাউন মুম্বাই মেলে টিকিট পরীক্ষা করার সময় এক যাত্রীকে দেখে সন্দেহ হয় টিকিট পরীক্ষকদের ওই দলটির। সাধারণ ট্রেনের টিকিট নিয়ে সুপারফাস্ট ট্রেন যাত্রা করায় তাঁরা নিয়ম অনুযায়ী ওই যাত্রীকে জরিমানা করতে যান। তখন ওই যাত্রী নিজেকে একজন টিকিট পরীক্ষক বলে দাবি করেন। বলে সে টিকিট পরীক্ষকের প্রশিক্ষণ নিতে রানিগঞ্জ যাচ্ছে। তাঁর কাছে প্রমাণ চাইলে সে টিকিট পরীক্ষকের আইডি কার্ড দেখায়। অজিত বিশ্বকর্মার ওই আইডি কার্ড দেখে টিকিট পরীক্ষকদের সন্দেহ আরও দৃড় হয়। তারপরই ওই ভুয়ো টিকিট পরীক্ষককে আসানসোল স্টেশনে নামিয়ে রেল পুলিশের হাতে তুলে দেন তাঁরা।
advertisement
আরও পড়ুন: সাপের পর এবার মিড ডে মিলে আরশোলা! কেন্দ্রীয় দলের সফরের মাঝেই মুখ পুড়ল রাজ্যের
রেল পুলিশ ওই ভুয়ো টিকিট পরীক্ষককে জিজ্ঞাসাবাদ শুরু করলে জেরায় ভেঙে পড়ে সে। জানায় ৬০ হাজার টাকার বিনিময়ে এক ব্যক্তির কাছ থেকে রেলের টিকিট পরীক্ষকের আইডি কার্ড জোগাড় করেছে। এরপরই তোকে গ্রেফতার করে রেল পুলিশ। রেল সূত্রে খবর, আসানসোল ডিভিশন জুড়ে বহু ব্যক্তি এইভাবে প্রতারণার শিকার হচ্ছেন। দালাল চক্রের ফাঁদে পা দিয়ে টাকার বিনিময়ে চাকরি নিয়ে ধরা পড়ছেন। পরে জানা যাচ্ছে ওইসব চাকরির কোনও অস্তিত্ব নেই। এই অবস্থায় ওই ভুয়ো টিকিট পরীক্ষককে জিজ্ঞাসাবাদ করে এই প্রতারণা চক্রের মূল পান্ডাকে ধরার চেষ্টা করছে পুলিশ।