West Medinipur News: সাপের পর এবার মিড ডে মিলে আরশোলা! কেন্দ্রীয় দলের সফরের মাঝেই মুখ পুড়ল রাজ্যের

Last Updated:

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মিড ডে মিলে পাওয়া গেল গোটা আরশোলা! কেন্দ্রীয় দলের সফরের মাঝেই এই ঘটনায় অস্বস্তি বাড়ল রাজ্য প্রশাসনের। ব্যাপক ক্ষুব্ধ অভিভাবকরা

+
title=

পশ্চিম মেদিনীপুর: সাপের পর এবার মিড ডে মিলে আরশোলা! মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মিড ডে মিলের খিচুড়িতে পাওয়া গেল আরশোলা! রাজ্যে যখন মিড ডে মিলের পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় দল সফর করছে ঠিক সেই সময় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
মিড ডে মিলে আরশোলা পাওয়ার এই ঘটনাটি ঘটে চন্দ্রকোনা-২ ব্লকের কুঁয়াপুর পঞ্চায়েতের ধামকুড়িয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। স্থানীয় বাসিন্দা সুমন রায়ের ছেলে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়াশোনা করে। সুমনবাবুর অভিযোগ, তাঁর ছেলের জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে কৌটোয় করে মিড ডে মিলের খিচুড়ি বাড়িতে নিয়ে যান। বাড়িতে গিয়ে কৌটো খুলতেই দেখ যায় খিচুড়ির মধ্যে আস্ত একটা আরশোলা পড়ে আছে! ওই অভিভাবক জানান, আরশোলা সমেত খিচুড়ি তিনি সঙ্গে সঙ্গে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিয়ে গিয়ে দেখান। সুমন রায়ের দাবি, তাঁর অভিযোগ পেয়ে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা ও রাঁধুনি অন্যান্য শিশুদের বাড়ি বাড়ি গিয়ে মিড ডে মিলের খিচুড়ি খেতে নিষেধ করেন। এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়ায় ধামকুড়িয়া এলাকায়। এই ঘটনায় ক্ষুব্ধ হন অভিভাবক থেকে শুরু করে এলাকাবাসী সকলে। এই ঘটনা প্রসঙ্গে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা কাকলি চক্রবর্তী বলেন, "এক অভিভাবক বিষয়টি জানালে আমরা ভুল স্বীকার করে নিই। এই ঘটনা ঘটতেও থাকতে পারে। তবে আমরা তড়িঘড়ি বাড়ি বাড়ি গিয়ে ওই খাবার না খাওয়ার জন্য নিষেধ করে এসেছি।"
advertisement
advertisement
মিড ডে মিলের খিচুড়িতে আরশোলা পাওয়ার ঘটনাটি জানতে পেরেই ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ছুটে চন্দ্রকোনা-২ ব্লকের জয়েন্ট বিডিও অভিজিৎ পোড়িয়া। তিনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের পাশাপাশি এলাকার মানুষের সঙ্গেও বিষয়টি নিয়ে কথা বলেন।
মিড ডে মিলের রান্নায় হামেশাই পোকামাকড় এমনকি সাপ পর্যন্ত পাওয়া গিয়েছে এই বাংলায়। এবার পাওয়া গেল আরশোলা। তাছাড়াও অপরিষ্কার রান্নাঘর, সঠিক পরিমাণে খাবার না দেওয়ার মত বহু অভিযোগ ওঠে। সেই সব কিছু খতিয়ে দেখতেই পুষ্টি বিশারদ সহ কেন্দ্রীয় দল এসেছে রাজ্যে। তারা জেলায় জেলায় গিয়ে স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঘুরে মিড ডে মিলের প্রকৃত পরিস্থিতি খতিয়ে দেখছেন। ঠিক সেই সময় এমন কাণ্ড ঘটায় রাজ্য প্রশাসনের অস্বস্তি বাড়ল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
advertisement
রঞ্জন চন্দ
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: সাপের পর এবার মিড ডে মিলে আরশোলা! কেন্দ্রীয় দলের সফরের মাঝেই মুখ পুড়ল রাজ্যের
Next Article
advertisement
IND vs PAK: সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত ! খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের ভাইরাল ভিডিওয়
সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত! খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের
  • সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত !

  • খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের

  • দেখুন ভাইরাল ভিডিও

VIEW MORE
advertisement
advertisement