অঙ্কিতার ছোট থেকেই লেখালেখির প্রতি আগ্রহ ছিল। কিন্তু পড়াশোনার চাপে সেদিকে বিশেষ নজর দেওয়া হয়নি। লকডাউনের অবসর সময় পার করতেই তিনি লেখালেখিকে হাতিয়ার বানিয়ে ছিলেন। আর সেই লেখালিখি আজ তাকে নতুন সাফল্য দেখিয়েছে। তিনটি উপন্যাস লিখে তিনি লেখালেখির প্রতি আগ্রহ পেয়েছেন। অনুপ্রেরণা পেয়েছেন। লেখার ওপর ভর করে তিনি আরও এগিয়ে যেতে চান। পাশাপাশি চালিয়ে যেতে চান নিজের পড়াশোনা। লেখিকা অঙ্কিতা চট্টোপাধ্যায় বলেছেন, পঞ্চম শ্রেণী থেকেই তাঁর লেখালেখির ওপর বিশেষ ঝোঁক ছিল। সে সময় থেকেই ছোটখাটো লেখালেখি করতেন তিনি। যখন পড়াশোনার চাপ বেড়েছে, তখন এই লেখালেখি বন্ধ হয়ে গিয়েছিল।
advertisement
লকডাউনের সময় তিনি তিনটি উপন্যাস লিখেছেন। সেই বইগুলি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। শখের বশেই লেখালেখি করতাম,তবে সেই লেখালিখি যে বইয়ের পাতায় উঠে আসবে, তেমন ধারণা ছিল না, বললেন অঙ্কিতা। অঙ্কিতার বাড়িতে গিয়ে দেখা গিয়েছে, তিনটি বই প্রকাশিত হওয়ার পরে তিনি আরও নতুন বই লেখার কাজে মগ্ন রয়েছেন। পাঠকদের আরও নতুন স্বাদের বই উপহার দিতে নীরবে চালিয়ে যাচ্ছেন কাজ।