West Burdwan: নিজেদের জীবন বিপন্ন করে বরফে ঢাকা হিমালয় থেকে ৭২ বছরের অভিযাত্রী বৃদ্ধকে বাঁচিয়ে ফিরলেন ৩পর্বতারোহী

Last Updated:

সাজু ও তার সঙ্গীরা ওই ৭২ বছরের বৃদ্ধের প্রতি যদি সহমর্মিতা না দেখাতেন তাহলে হয়তো হিমালয়ের বরফে কোথাও হারিয়ে যেতেন তিনি।

#আসানসোল:  রূপনারায়ণপুর তিন পর্বতারোহী নিজেদের জীবন বিপন্ন করে দমদমের বাসিন্দা ৭২ বছর বয়সি এক বৃদ্ধকে বাঁচিয়ে ফেরালেন । যারা এই কাজ করেছেন তারা হল চিন্ময় মিশ্র ( সাজু ), কৌশিক মন্ডল ও বিপ্লব মন্ডল ।তাদের নেশা বিভিন্ন পাহাড় পর্বত ঘুরে বেড়ানো আর সেই ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা এক নতুন আনন্দ তারা পেলেন বরফের হিমালয়ের উচ্চতা থেকে এক অসুস্থ বৃদ্ধকে তার বাড়ি পৌঁছাতে পেরে।একেবারে অসুস্থ ৭২ বছরের অমল কুমার দাসকে দমদমের বাড়িতে পৌঁছানোর বাবস্থা করে তারা সকলে ১৮ জুন সকালে নিজেদের বাড়ি ফিরেছেন।
তবে সাজু ও তার সঙ্গীরা ওই ৭২ বছরের বৃদ্ধের প্রতি যদি সহমর্মিতা না দেখাতেন তাহলে হয়তো হিমালয়ের বরফে কোথাও হারিয়ে যেতেন তিনি। রূপনারায়ণপুরের ফিরে সাজু বলেন, তারা প্রায় কুড়ি হাজার ফুট উচ্চতার দুর্গম কালিন্দী পাস অভিযানে গঙ্গোত্রী পৌঁছান ১ জুন। অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই যাত্রা অতিক্রম করার জন্য তারা একটি এজেন্সির সহযোগিতা নেন । তখন দেখেন ৭২ বছরের বৃদ্ধ অমলবাবুও একাই ওই যাত্রা অতিক্রম করার জন্য এজেন্সির সঙ্গে যোগাযোগ করেছেন । শুরুতেই পর্বতারোহণে অত্যন্ত অভিজ্ঞ সাজুর মনে সন্দেহ দেখা দিয়েছিল। কিন্তু অমল বাবু তাদের সাথে ২ তারিখ থেকে হাঁটা শুরু করেন । একে একে তারা ভুজবাস , নন্দনবন , বাসুকি তাল , খাড়া পাথর , শ্বেতা গ্লেসিয়ার , কালিন্দী বেস অতিক্রম করে ৮ জুন অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছান ।
advertisement
কিন্তু যাত্রা প্রতিক্রম করে বিপরীত দিকে নামার সময় রাজপাড়াও, আড়োয়াতাল আসার পরই শরীর খারাপ হতে থাকে অমলবাবুর । এদিকে অত্যধিক বরফের কারণে এজেন্সির ৩ সহযোগীর শরীর এতটাই খারাপ হয় যে তাদের উদ্ধার করে নিয়ে আসতে হয়েছিল আগেই । এই অবস্থায় গাইড বিষ্ণু সোনেয়াল তাদের একমাত্র ভরসা ছিলেন । এদিকে অমলবাবুর শরীর প্রায় অচৈতন্য হয়ে পড়ে । বরফের মধ্যেই অবধারিত মৃত্যুর অপেক্ষা করছিলেন ওই বৃদ্ধ । কিন্তু চোখের সামনে একজন অভিযাত্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন এটা মেনে নিতে পারেননি সাজু ও তার সহযাত্রী দুজন । তারাই শেষ পর্যন্ত অমলবাবুকে স্লিপিং ব্যাগে ঢুকিয়ে , নিজেদের জ্যাকেট পরিয়ে দীর্ঘ রাস্তা বরফের উপর দড়ি বেঁধে টেনে নিচে নামিয়ে আনতে থাকেন । এবং নিজেদের জীবনের পরোয়া না করে তারা আইটিবিপি ক্যাম্পে খবর দেওয়ার জন্য ছুটে যান ।
advertisement
advertisement
শেষ পর্যন্ত অচৈতন্য অমলবাবুকে সাজুদের সহযোগিতায় আইটিবিপি জওয়ানেরা স্ট্রেচারে করে তাদের ক্যাম্পে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা করানোর পর তিনি কিছুটা সুস্থ হয়ে ওঠেন । এরপর সাজু ও তার সঙ্গীরা অমল বাবুকে নিয়ে চলে আসেন হরিদ্বারে । সেখান থেকে হাওড়ার টিকিট কেটে ট্রেন - এ চাপিয়ে দেন। নিজেরা ফিরে আসেন রূপনারায়ণপুরে। ঘরে ফিরে অমলবাবু বললেন ওই তিনজন দেবদূত না থাকলে বেঘোরে হিমালয়ের কোলে তিনি হারিয়ে যেতেন। তবে কঠিনতম এই পাস অতিক্রম করে সাজু ও তার সঙ্গীরা যে আনন্দ পেয়েছেন তার থেকেও অনেক গুণ বেশি আনন্দ পেয়েছেন একটি মানুষের জীবন ফিরিয়ে দিতে পেরে।
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Burdwan: নিজেদের জীবন বিপন্ন করে বরফে ঢাকা হিমালয় থেকে ৭২ বছরের অভিযাত্রী বৃদ্ধকে বাঁচিয়ে ফিরলেন ৩পর্বতারোহী
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement