TRENDING:

Paschim Bardhaman News : এ লটারি না কাটালেই ভাল, কোটিপতি নয় হবে সর্বনাশ

Last Updated:

জেলার সীমান্তবর্তী এলাকায় এমন এক লটারি বিক্রি হচ্ছে, যা নিয়ে বিপদ, দুর্ভোগ বাড়ছে মানুষের। কোটিপতি হওয়া তো দূর, দিন আনা - দিন খাওয়া মানুষজন আরও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কুলটি: ভাগ্যের খেলা লটারিতে জিতে কোটিপতি হয়েছেন অনেকেই। লটারির দৌলতে রাতারাতি হচ্ছে ভাগ্য বদল। হচ্ছে স্বপ্ন পূরণ। আবার অনেকেই লটারি কাটতে কাটতে হয়ে যান নিঃস্ব। তবুও ভাগ্যের সঙ্গে চালিয়ে যান লড়াই। তাই প্রতিদিনই লটারি কেটে চলেছেন অনেকে। প্রায় প্রতিদিনই লটারি কেটে কোটিপতি হওয়ার গল্প বর্তমানে সামনে আসছে। কিন্তু জেলার সীমান্তবর্তী এলাকায় এমন এক লটারি বিক্রি হচ্ছে, যা নিয়ে বিপদ, দুর্ভোগ বাড়ছে মানুষের।
advertisement

কোটিপতি হওয়া তো দূর, দিন আনা - দিন খাওয়া মানুষজন আরও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অভিযোগ এমনটাই। অভিযোগ, বেআইনিভাবে ঝাড়খণ্ডের লটারি বিক্রি হচ্ছে পশ্চিম বর্ধমান জেলার কুলটি এলাকায়। বেশি কমিশনের লোভ দেখিয়ে, বেশি পুরস্কারে লোভ দেখিয়ে বেআইনিভাবে এই লটারি রাজ্যে বিক্রি হচ্ছে। এমনই অভিযোগ তুলেছেন স্থানীয় মানুষজন এবং স্থানীয় বিজেপি নেতৃত্ব। ইতিমধ্যেই নিয়ামতপুর থানার কাছে এই ঝাড়খন্ড লটারির রমরমা রুখে দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। আশ্বাস মিলেছে ঝাড়খন্ড লটারি বিরুদ্ধে পদক্ষেপ করবে প্রশাসন।

advertisement

আরও পড়ুন- IND vs NZ: বৃষ্টি এবার ভিলেন নয়, সেই ত্রাতা! নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ টাই, সিরিজ ভারতের

অভিযোগ উঠেছে, বাজারে রাজ্যের বহুল প্রচলিত ছয় টাকা মূল্যের লটারি টিকিটের আড়ালে চলছে ঝাড়খন্ড লটারির অবৈধ ব্যবসা। বেশি কমিশনের আশায় সেই ফাঁদে পা দিচ্ছেন লটারি বিক্রেতারা। অভিযোগ রাজ্যে বহুল প্রচলিত যে লটারি রয়েছে, তার প্রতি টিকিটের মূল্য ছয় টাকা। কিন্তু এই ঝাড়খন্ড নামে লটারির প্রতি টিকিটে মূল্য ১০টাকা। এই ঝাড়খন্ড লটারি টিকিট ১ টির মধ্যে তিন সেম, পাঁচ সেম, দশ সেন, পনেরো সেন এবং কুড়ি সেম বলে বাজারে বিক্রি হচ্ছে বলে খবর।

advertisement

View More

আরও পড়ুন -  Paige Spiranac: একে ফুটবল জ্বর! তার ওপর ক্ষীণ পোশাকের মাখন শরীর আরও পারদ চড়াচ্ছে, রইল ফটো

সূত্র মারফত জানা গিয়েছে, রাজ্যে প্রচলিত বৈধ লটারির পুরুস্কার পেলে, সেই মূল্য যেকোনও লটারি এজেন্সিতে পাওয়া যাবে। সে ক্ষেত্রে এই ঝাড়খন্ড নামে লটারি পুরুস্কার যে লটারি বিক্রেতার কাছে ক্রয় করা হবে, সেই লটারি বিক্রেতা পুরুস্কার দেবেন। অন্য কোনও লটারি বিক্রেতা এই পুরুস্কার দেবেন না বলে খবর।

advertisement

অন্যদিকে, এই লটারি রাজ্যকে কোনও রকম কর দেয় না বলে খবর। যার ফলে রাজ্যের কোষাগার ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাছাড়াও বেশি পুরস্কার, বেশি কমিশনের লোভ দেখানো হলেও, স্থানীয় এলাকার বাসিন্দারা এই লটারি কেটে নিঃস্ব হয়ে যাচ্ছেন বলে অভিযোগ। তাই প্রশাসনের কাছে দ্রুত এই অবৈধ লটারির বিরুদ্ধে পদক্ষেপ করার দাবি তুলেছেন স্থানীয় মানুষজন এবং স্থানীয় বিজেপি নেতৃত্ব।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News : এ লটারি না কাটালেই ভাল, কোটিপতি নয় হবে সর্বনাশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল