কোটিপতি হওয়া তো দূর, দিন আনা - দিন খাওয়া মানুষজন আরও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অভিযোগ এমনটাই। অভিযোগ, বেআইনিভাবে ঝাড়খণ্ডের লটারি বিক্রি হচ্ছে পশ্চিম বর্ধমান জেলার কুলটি এলাকায়। বেশি কমিশনের লোভ দেখিয়ে, বেশি পুরস্কারে লোভ দেখিয়ে বেআইনিভাবে এই লটারি রাজ্যে বিক্রি হচ্ছে। এমনই অভিযোগ তুলেছেন স্থানীয় মানুষজন এবং স্থানীয় বিজেপি নেতৃত্ব। ইতিমধ্যেই নিয়ামতপুর থানার কাছে এই ঝাড়খন্ড লটারির রমরমা রুখে দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। আশ্বাস মিলেছে ঝাড়খন্ড লটারি বিরুদ্ধে পদক্ষেপ করবে প্রশাসন।
advertisement
আরও পড়ুন- IND vs NZ: বৃষ্টি এবার ভিলেন নয়, সেই ত্রাতা! নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ টাই, সিরিজ ভারতের
অভিযোগ উঠেছে, বাজারে রাজ্যের বহুল প্রচলিত ছয় টাকা মূল্যের লটারি টিকিটের আড়ালে চলছে ঝাড়খন্ড লটারির অবৈধ ব্যবসা। বেশি কমিশনের আশায় সেই ফাঁদে পা দিচ্ছেন লটারি বিক্রেতারা। অভিযোগ রাজ্যে বহুল প্রচলিত যে লটারি রয়েছে, তার প্রতি টিকিটের মূল্য ছয় টাকা। কিন্তু এই ঝাড়খন্ড নামে লটারির প্রতি টিকিটে মূল্য ১০টাকা। এই ঝাড়খন্ড লটারি টিকিট ১ টির মধ্যে তিন সেম, পাঁচ সেম, দশ সেন, পনেরো সেন এবং কুড়ি সেম বলে বাজারে বিক্রি হচ্ছে বলে খবর।
আরও পড়ুন - Paige Spiranac: একে ফুটবল জ্বর! তার ওপর ক্ষীণ পোশাকের মাখন শরীর আরও পারদ চড়াচ্ছে, রইল ফটো
সূত্র মারফত জানা গিয়েছে, রাজ্যে প্রচলিত বৈধ লটারির পুরুস্কার পেলে, সেই মূল্য যেকোনও লটারি এজেন্সিতে পাওয়া যাবে। সে ক্ষেত্রে এই ঝাড়খন্ড নামে লটারি পুরুস্কার যে লটারি বিক্রেতার কাছে ক্রয় করা হবে, সেই লটারি বিক্রেতা পুরুস্কার দেবেন। অন্য কোনও লটারি বিক্রেতা এই পুরুস্কার দেবেন না বলে খবর।
অন্যদিকে, এই লটারি রাজ্যকে কোনও রকম কর দেয় না বলে খবর। যার ফলে রাজ্যের কোষাগার ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাছাড়াও বেশি পুরস্কার, বেশি কমিশনের লোভ দেখানো হলেও, স্থানীয় এলাকার বাসিন্দারা এই লটারি কেটে নিঃস্ব হয়ে যাচ্ছেন বলে অভিযোগ। তাই প্রশাসনের কাছে দ্রুত এই অবৈধ লটারির বিরুদ্ধে পদক্ষেপ করার দাবি তুলেছেন স্থানীয় মানুষজন এবং স্থানীয় বিজেপি নেতৃত্ব।
Nayan Ghosh





