Paige Spiranac: একে ফুটবল জ্বর! তার ওপর ক্ষীণ পোশাকের মাখন শরীর আরও পারদ চড়াচ্ছে, রইল ফটো

Last Updated:
মার্কিন দলের  সমর্থনে তিনি যে ছবি দিয়েছেন তা একেবারে দিল গার্ডেন গার্ডেন হয়ে যাচ্ছে৷
1/9
#কলকাতা: ফুটবল জ্বর সারা বিশ্বে। বিশেষ করে আমেরিকানরা ফিফা টুর্নামেন্টের জন্য নিজের উন্মাদনা বাড়িয়ে চলেছেন। এমনকি সোশ্যাল মিডিয়া স্টার এবং প্রাক্তন গলফার পেইজ স্পিরানাকও নেমে পড়েছেন প্রিয় দলের সমর্থণে৷ তাঁর ইনস্টগ্রাম প্রোফাইল সবসময়েই হট এবার মার্কিন দলের  সমর্থনে তিনি যে ছবি দিয়েছেন তা একেবারে দিল গার্ডেন গার্ডেন হয়ে যাচ্ছে৷
#কলকাতা: ফুটবল জ্বর সারা বিশ্বে। বিশেষ করে আমেরিকানরা ফিফা টুর্নামেন্টের জন্য নিজের উন্মাদনা বাড়িয়ে চলেছেন। এমনকি সোশ্যাল মিডিয়া স্টার এবং প্রাক্তন গলফার পেইজ স্পিরানাকও নেমে পড়েছেন প্রিয় দলের সমর্থণে৷ তাঁর ইনস্টগ্রাম প্রোফাইল সবসময়েই হট এবার মার্কিন দলের  সমর্থনে তিনি যে ছবি দিয়েছেন তা একেবারে দিল গার্ডেন গার্ডেন হয়ে যাচ্ছে৷
advertisement
2/9
ইনস্টাগ্রামে তার সর্বশেষ স্টিল পোস্ট করে, স্পিরানাক ভক্তদের ইঙ্গিত দিয়েছিলেন, "আমি মনে করি  এখন ফুটবল পছন্দ করি।"
ইনস্টাগ্রামে তার সর্বশেষ স্টিল পোস্ট করে, স্পিরানাক ভক্তদের ইঙ্গিত দিয়েছিলেন, "আমি মনে করি  এখন ফুটবল পছন্দ করি।"
advertisement
3/9
স্পিরানাকের ইনস্টাগ্রামে ৩৭ লক্ষের বেশি ফলোয়ার রয়েছে। একসময় গলফ খেলা এই সুন্দরী সোশ্যাল মিডিয়ায় এখন ইনফ্লুয়েন্সার।
স্পিরানাকের ইনস্টাগ্রামে ৩৭ লক্ষের বেশি ফলোয়ার রয়েছে। একসময় গলফ খেলা এই সুন্দরী সোশ্যাল মিডিয়ায় এখন ইনফ্লুয়েন্সার।
advertisement
4/9
গলফ খেলার সময়েও নিন্দুকরা বলেন সৌন্দর্য্যের দিকে বেশিই মনোযোগ তাঁর ৷
গলফ খেলার সময়েও নিন্দুকরা বলেন সৌন্দর্য্যের দিকে বেশিই মনোযোগ তাঁর ৷
advertisement
5/9
অন্যান্য গলফাররা আপত্তি করছেন যে গলফ খেলার মতো পরিবেশ তৈরি করে তিনি খেলাকে অসম্মান করছে৷
অন্যান্য গলফাররা আপত্তি করছেন যে গলফ খেলার মতো পরিবেশ তৈরি করে তিনি খেলাকে অসম্মান করছে৷
advertisement
6/9
এত সমালোচনা সত্ত্বেও তিনি কিন্ত  তাঁর নিজের পেজে পোস্ট করা থামাননি৷ বরং নিন্দুকদের মুখ বন্ধ করার জন্য আরও হট ফটো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেন৷
এত সমালোচনা সত্ত্বেও তিনি কিন্ত  তাঁর নিজের পেজে পোস্ট করা থামাননি৷ বরং নিন্দুকদের মুখ বন্ধ করার জন্য আরও হট ফটো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেন৷
advertisement
7/9
তাঁর প্রচুর ব্র্যান্ডিং ও প্রমোশনও রয়েছে৷ ২৯ বছর বয়সী এই সুন্দরীকে এই বছরের সেক্সিয়েস্ট উইমেন অ্যালাইভের খেতাব দিয়েছে ম্যাক্সিম। সেই সঙ্গে, ফের একবার পেইজ স্পিরানাক সৌন্দর্যের ডোজ বাড়িয়েছে।
তাঁর প্রচুর ব্র্যান্ডিং ও প্রমোশনও রয়েছে৷ ২৯ বছর বয়সী এই সুন্দরীকে এই বছরের সেক্সিয়েস্ট উইমেন অ্যালাইভের খেতাব দিয়েছে ম্যাক্সিম। সেই সঙ্গে, ফের একবার পেইজ স্পিরানাক সৌন্দর্যের ডোজ বাড়িয়েছে।
advertisement
8/9
পেজের ভক্তরা ইন্সটাতে তার প্রশংসা করছেন। তাঁরা বলছেন তোমার মত সুন্দরী এই পৃথিবীতে আর কোন মেয়ে নেই। Photo Courtesy- Paige Spiranac/ Instagram
পেজের ভক্তরা ইন্সটাতে তার প্রশংসা করছেন। তাঁরা বলছেন তোমার মত সুন্দরী এই পৃথিবীতে আর কোন মেয়ে নেই। Photo Courtesy- Paige Spiranac/ Instagram
advertisement
9/9
Photo Courtesy- Paige Spiranac
Photo Courtesy- Paige Spiranac
advertisement
advertisement
advertisement