IND vs NZ: বৃষ্টি এবার ভিলেন নয়, সেই ত্রাতা! নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ টাই, সিরিজ ভারতের

Last Updated:

ভারত সিরিজ জেতে এবং সূর্যকুমার যাদব ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন৷

 IND vs NZ Match Ends In A Tie India Win Series 1-0- Photo Courtesy- BCCI/Twitter
IND vs NZ Match Ends In A Tie India Win Series 1-0- Photo Courtesy- BCCI/Twitter
#নেপিয়ের: ১৯.৪ ওভারে সব উইকেট হারিয়ে ১৬০ থমকায় নিউজিল্যান্ড আর বৃষ্টি যখন শুরু হয় ভারতের ইনিংসের সময় তখন ৭৫ রানে চার উইকেট হারিয়ে বেশে হাঁটু কাঁপাকাঁপি অবস্থাতেই ছিল ভারত৷ কিন্তু অন্য সময়ের ভিলেন বৃষ্টি এদিন ভারতের জন্য আশীর্বাদে পরিণত হয়৷ বৃষ্টির দৌলতেই এই ম্যাচ টাই ঘোষণা করা হয়৷
কারণ ভারত বনাম নিউজিল্যান্ড তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ যেখানে দাঁড়িয়েছিল সেখানে ডিএলএস -র অনুসারে ৭৫ রান করা দরকার ছিল ভারতের৷ কিন্তু হার্দিকের ছেলেরা সেই ৭৫ রানে থাকলেও তাদের ৪ উইকেট খুইয়েছিল৷
advertisement
advertisement
প্রথম ম্যাচ ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ভারত জিতেছিল। তারই জেরে সিরিজে ১-০ এগিয়ে ছিল৷ এদিকে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে খেলতে নামা তরুণ ব্রিগেড এদিন নিউজিল্যান্ডকে ১৬০ রানে বেঁধে রাখে৷ মহম্মদ সিরাজ ৪ উইকেট নেওয়ায় প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন৷ পান্ডিয়াকে ভাল লাগলেও বাকি কোনও ব্যাটসম্যান ৯ -র মতো রান রেট ফলো করতে পারছিলেন না৷
advertisement
আগের ম্যাচে সূর্যকুমার যাদব এবং দীপক হুডা দুর্দান্ত ফর্মে থাকলেও এদিনের ম্যাচে বৃষ্টি বাধ সাধায় খুশিই ভারতীয় ফ্যানরা৷ শ্রেয়স আইয়ার এদিন শূন্য করেন৷ এছাড়াও বড় স্কোরে ফ্লপ ইশান কিষাণ, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব৷
এদিন খেলা শুরু হতে দেরি হওয়া তারপর ভারতীয় ইনিংসের মধ্যে বৃষ্টি আসার পর খেলা যখন থামে তখন আর ম্যাচ হওয়া সম্ভব ছিল না৷ আর তাই ম্যাচ টাই ঘোষণা করা হয়৷
advertisement
ভারত সিরিজ জেতে এবং সূর্যকুমার যাদব ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs NZ: বৃষ্টি এবার ভিলেন নয়, সেই ত্রাতা! নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ টাই, সিরিজ ভারতের
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement