IND vs NZ: বৃষ্টি এবার ভিলেন নয়, সেই ত্রাতা! নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ টাই, সিরিজ ভারতের

Last Updated:

ভারত সিরিজ জেতে এবং সূর্যকুমার যাদব ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন৷

 IND vs NZ Match Ends In A Tie India Win Series 1-0- Photo Courtesy- BCCI/Twitter
IND vs NZ Match Ends In A Tie India Win Series 1-0- Photo Courtesy- BCCI/Twitter
#নেপিয়ের: ১৯.৪ ওভারে সব উইকেট হারিয়ে ১৬০ থমকায় নিউজিল্যান্ড আর বৃষ্টি যখন শুরু হয় ভারতের ইনিংসের সময় তখন ৭৫ রানে চার উইকেট হারিয়ে বেশে হাঁটু কাঁপাকাঁপি অবস্থাতেই ছিল ভারত৷ কিন্তু অন্য সময়ের ভিলেন বৃষ্টি এদিন ভারতের জন্য আশীর্বাদে পরিণত হয়৷ বৃষ্টির দৌলতেই এই ম্যাচ টাই ঘোষণা করা হয়৷
কারণ ভারত বনাম নিউজিল্যান্ড তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ যেখানে দাঁড়িয়েছিল সেখানে ডিএলএস -র অনুসারে ৭৫ রান করা দরকার ছিল ভারতের৷ কিন্তু হার্দিকের ছেলেরা সেই ৭৫ রানে থাকলেও তাদের ৪ উইকেট খুইয়েছিল৷
advertisement
advertisement
প্রথম ম্যাচ ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ভারত জিতেছিল। তারই জেরে সিরিজে ১-০ এগিয়ে ছিল৷ এদিকে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে খেলতে নামা তরুণ ব্রিগেড এদিন নিউজিল্যান্ডকে ১৬০ রানে বেঁধে রাখে৷ মহম্মদ সিরাজ ৪ উইকেট নেওয়ায় প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন৷ পান্ডিয়াকে ভাল লাগলেও বাকি কোনও ব্যাটসম্যান ৯ -র মতো রান রেট ফলো করতে পারছিলেন না৷
advertisement
আগের ম্যাচে সূর্যকুমার যাদব এবং দীপক হুডা দুর্দান্ত ফর্মে থাকলেও এদিনের ম্যাচে বৃষ্টি বাধ সাধায় খুশিই ভারতীয় ফ্যানরা৷ শ্রেয়স আইয়ার এদিন শূন্য করেন৷ এছাড়াও বড় স্কোরে ফ্লপ ইশান কিষাণ, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব৷
এদিন খেলা শুরু হতে দেরি হওয়া তারপর ভারতীয় ইনিংসের মধ্যে বৃষ্টি আসার পর খেলা যখন থামে তখন আর ম্যাচ হওয়া সম্ভব ছিল না৷ আর তাই ম্যাচ টাই ঘোষণা করা হয়৷
advertisement
ভারত সিরিজ জেতে এবং সূর্যকুমার যাদব ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs NZ: বৃষ্টি এবার ভিলেন নয়, সেই ত্রাতা! নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ টাই, সিরিজ ভারতের
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement