প্রায় এক মাস ধরে নিখোঁজ রয়েছেন তারা। এই ঘটনায় মুম্বাই পুলিশের কাছে একটি নিখোঁজ ডায়েরিও দায়ের করা হয়। সেই ঘটনার তদন্তে নেমে মুম্বাই পুলিশের আধিকারিকরা দুর্গাপুরে এসে পৌঁছেছেন। দুর্গাপুরে এসেছেন তাদের আত্মীয়রাও। বাঁকুড়া, দুর্গাপুর সহ বিভিন্ন জায়গায় নিখোঁজ মা মেয়ের খোঁজে চলছে তল্লাশি। কিন্তু এখনও পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি দুজনের। যা স্বাভাবিকভাবেই চিন্তায় ফেলেছে মুম্বাই পুলিশ, জেলা পুলিশ এবং তাদের পরিবারের সদস্যদের।
advertisement
আরও পড়ুন - Beauty Tips: দামী ক্রিম ফেল! মুখের দাগ তুলতে আসলে কাজে আসে রান্নাঘরের ‘এই’ জিনিস
জানা গিয়েছে, তারা গত ১৪ সেপ্টেম্বর বাণিজ্য নগরী মুম্বই থেকে রওনা দিয়েছিলেন ৷ কিন্তু গত একমাস ধরে তাঁদের কোনও সন্ধানই মিলছে না। প্রায় ৩৫ বছর পরে তারা এখানে আসার জন্য মুম্বই থেকে বেরোন। বিজয়লক্ষ্মী মুম্বইয়ে তাঁর আত্মীয় ভবেশ কুমারের একটি বেসরকারি সংস্থার কর্মী।
আরও পড়ুন - Weather Update: এখনই মুক্তি নেই! বৃষ্টির অ্যালার্ট জারি একাধিক রাজ্যে, এর মধ্যে অজানা আশঙ্কার সুপার সাইক্লোন
এই বিষয়ে ভবেশবাবু জানিয়েছেন, গত ১৫ সেপ্টেম্বর বিজয়লক্ষ্মী তাঁকে ফোনে দুর্গাপুর স্টেশনে নামার কথা জানান। কিন্তু তারপর থেকে আর তাঁদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। মা ও মেয়ের ফোন বন্ধ৷ এরপরে ভবেশ কুমার মুম্বই পুলিশের দ্বারস্থ হন। তিনি আরও জানিয়েছেন, মুম্বই পুলিশ বিজয়লক্ষ্মীর ফোনের টাওয়ার লোকেশন দেখে জানিয়েছেন তাদের শেষ টাওয়ার লোকেশন দুর্গাপুরের বেনাচিতি বাজারের ভিড়িঙ্গী কালীবাড়ি এলাকায় ছিল। ফলে এখন প্রশ্ন উঠছে, তারপর থেকে কোথায় গেলেনমা ও মেয়ে? তাদের পরিবারের সদস্যরা চাইছেন, মিনু দেবী এবং বিজয়লক্ষ্মীর দ্রুত খোঁজ পেতে। মুম্বাই পুলিশ এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটও তদন্ত চালাচ্ছে তাদের খোঁজে।
Nayan Ghosh