Weather Update: এখনই মুক্তি নেই! বৃষ্টির অ্যালার্ট জারি একাধিক রাজ্যে, এর মধ্যে অজানা আশঙ্কার সুপার সাইক্লোন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Weather Alert: নাছোড় বৃষ্টিতে জেরবার, আজও দেশের বেশিরভাগ রাজ্যেই বৃষ্টির পূর্বাভাস দিল ওয়েদার আপডেটে
#কলকাতা: আইএমডি এখনও কিছু জানায়নি কিন্তু হঠাৎই এক সুপার সাইক্লোনের আশঙ্কায় প্রহর গুনছে বাংলা৷ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে সাইক্লোন আর যে কোনও সাইক্লোন নয়, এটা হতে পারে নাকি সুপার সাইক্লোন৷ একাধিক বাংলাদেশী সংবাদমাধ্যমে এই সাইক্লোনের অস্তিত্ব নিয়ে আশঙ্কা শুরু হয়েছে৷ এই সাইক্লোন তৈরি যদি আদৌ হয় তাহলে নিয়মের তালিকায় যে নাম রয়েছে তা অনুযায়ী নাম হবে সিত্রাং৷ Photo- File
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
আইএমডি-র পূর্বাভাস অনুযায়ী আগামী ৪ দিনে তামিলনাড়ু, রায়লসীমাতে আগামী ২ দিনে কর্নাটকে ভারী বৃষ্টির সম্ভাবনা জারি রয়েছে৷ আগামী ৪-৫ দিনের মধ্যে উত্তর পশ্চিম আর মধ্য ভারতের কিছু এলাকায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রত্যাবর্তন শুরু করবে৷ আজকের ওয়েদার আপডেটে ভারতের অর্ধেকের বেশি রাজ্যে বৃষ্টি জারি থাকবে এবং এই বৃষ্টির জন্য ওয়েদার অ্যালার্ট জারি থাকবে৷ মনে করা হচ্ছে ১৫ অক্টোবর বৃষ্টি থামতে পারে৷
advertisement
গত ২৪ ঘণ্টায় দিল্লি এবং সংলগ্ন এলাকা, উত্তরপ্রদেশ, বিহার, উত্তরপূর্ব ভারতের অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, সিকিম, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ছত্তিশগড়, তামিলনাড়ু, পুদুচেরী এবং কর্নাটকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে৷ এই বৃষ্টির জেরে মঙ্গলবারও একাধিক জায়গায় স্কুল বন্ধ করে দিতে হয়৷
advertisement
স্কাইমেট ওয়েদার আপডেট অনুযায়ী বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, সিকিম, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, গোয়া, কর্নাটক, আন্দামান এবং নিকোবর দ্বীপ সমূহ, ছত্তিশগড়, ওড়িশা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরল, লাক্ষাদ্বীপ, লাদাখ, জ্ম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা, গুজরাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে৷