Beauty Tips: দামী ক্রিম ফেল! মুখের দাগ তুলতে আসলে কাজে আসে রান্নাঘরের ‘এই’ জিনিস

Last Updated:

লোকে কী বলছে ছাড়ুন, পোড়া, আঘাত, চিকেন পক্স, ব্রণ বা চিকিৎসার কারণে হওয়া দাগ? কীভাবে মোকাবিলা করতে হবে তার হালহদিশ দেওয়া হল এখানে।

beauty tips: ultimate beauty hacks to fade facial scars naturally -Photo- Representative
beauty tips: ultimate beauty hacks to fade facial scars naturally -Photo- Representative
#কলকাতা: ত্বকে দাগ খুব সাধারণ সমস্যা। কোনওটা জন্মদাগ। আজীবন তা বয়ে বেড়াতে হবে। এর সঙ্গে মানিয়ে নেওয়াই ভাল। কোনওটা আবার কাটা, ছড়ার দাগ। একসময় কাটা, ছড়া মিলিয়ে গেলেও দাগ রয়ে যায়। মুখের দাগ দেখতে বিশ্রী লাগে। অনেকের আত্মবিশ্বাসেও আঘাত করে। বাইরে বেরোতে লজ্জা পান।
পোড়া, আঘাত, চিকেন পক্স, ব্রণ বা চিকিৎসার কারণে হওয়া দাগ সাধারণত স্থায়ী হয়। অনেক চেষ্টা করেও সেই দাগ তোলা যায় না। আয়নার সামনে দাঁড়ালে চুম্বকের মতো চোখ চলে যায় সেখানেই। চিন্তা নেই। এই দাগের সঙ্গে কীভাবে মোকাবিলা করতে হবে তার হালহদিশ দেওয়া হল এখানে।
নারকেল তেল: চুলের যত্নে তো বটেই, মুখের দাগ নিরাময়েও নারকেল তেলের জুড়ি নেই। এতে রয়েছে ওমেগা ফ্যাটি অ্যাসিড। এটা ডার্মিস ভেদ করে এবং ত্বককে ময়েশ্চারাইজড রাখে।
advertisement
advertisement
ভিটামিন ই: রাতে শোওয়ার আগে ক্যাপসুল থেকে ভিটামিন ই তেল বের করে ত্বকের পিগমেন্টেড জায়গায় লাগাতে হবে। মুখের দাগ কমাতে এটা অব্যর্থ। ত্বকও ভাল থাকে।
বেকিং সোডা: বেকিং সোডা প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসেব কাজ করে। জলে মিশিয়ে লাগাতে হবে। এ জন্য এক চা চামচ বেকিং সোডায় ২ চা চামচ জল মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। তারপর সেটা দাগ বা কালো ছোপের উপর লাগিয়ে আলতো হাতে ঘষতে হবে। ৫ মিনিট পর পরিস্কার জলে ধুয়ে ফেলতে হবে মুখ।
advertisement
মধু: অনাদিকাল থেকে ক্ষত এবং পোড়া নিরাময়ে মধুর ব্যবহার চলে আসছে। কাঁচা মধুতে দাগ হালকা হয়ে যায়। ত্বকও ভাল থাকে।
আলু: আলুতে প্রচুর পরিমাণে ফাইটোকেমিক্যাল রয়েছে। এটা ত্বক পরিস্কার রাখতে সাহায্য করে। মুখে আলুর রস লাগিয়ে ২৫ মিনিট অপেক্ষা করতে হবে। শুকিয়ে গেলে ধুয়ে ফেলতে হবে পরিষ্কার জলে। হাতেনাতে ফলে মিলবে।
advertisement
ল্যাভেন্ডার: ল্যাভেন্ডার তেলে অ্যান্টিইনফ্লেমেটরি, অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে। এটি প্রদাহ কমাতে এবং দাগ দূর করতে সাহায্য করে।
অ্যালোভেরা: ত্বকের জন্য অ্যালোভেরা দুর্দান্ত। এতে অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে। অ্যালোভেরা পুরনো দাগ নিরাময়ে ম্যাজিক দেখায়। ত্বককে প্রশমিত করতে সাহায্য করে এবং কোষের পুনর্জন্ম বৃদ্ধিতে সহায়তা করে।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Beauty Tips: দামী ক্রিম ফেল! মুখের দাগ তুলতে আসলে কাজে আসে রান্নাঘরের ‘এই’ জিনিস
Next Article
advertisement
Kuldeep Singh Sengar Bail Update: উন্নাও ধর্ষণ মামলায় সেঙ্গারের জামিনের বিরোধিতা, সুপ্রিম কোর্টে গেল সিবিআই!
উন্নাও ধর্ষণ মামলায় কুলদীপ সেঙ্গারের জামিনের বিরোধিতা, সুপ্রিম কোর্টে গেল সিবিআই!
  • উন্নাও ধর্ষণ মামলায় কুলদীপ সেঙ্গারের জামিনের বিরোধিতা৷

  • সুপ্রিম কোর্টে মামলা করল সিবিআই৷

  • দিল্লি হাইকোর্ট থেকে জামিন পান প্রাক্তন বিজেপি বিধায়ক৷

VIEW MORE
advertisement
advertisement